আমাদের কথা খুঁজে নিন

   

মিনি স্কার্ট নিষিদ্ধ হচ্ছে শ্রীলঙ্কায়


শ্রীলঙ্কায় মিনি স্কার্ট নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটির সরকার। রক্ষণশীল সমাজের বিভিন্ন পর্যায় থেকে অভিযোগ আসার পর এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিরমল রুবাসিঙ্গে। তবে, এখনও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি, শুধুমাত্র বিবেচনার পর্যায়ে রয়েছে। রুবাসিঙ্গে কারো নাম উল্লেখ না করে বলেন, সমাজের কয়েকটি গ্রুপের প্রতিনিধি জনসমক্ষে মিনি স্কার্টের ব্যবহার বন্ধ করার দাবি জানিয়েছেন। শ্রীলঙ্কা সরকার মিনি স্কার্ট নিষিদ্ধ এবং ড্রেস কোড ঠিক করার জন্য একটি কমিটিকে নির্দেশ দিয়েছে বলে দেশটির পত্র-পত্রিকায় যে খবর প্রকাশ হয়েছে সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

এ দিকে, সমাজে বিশুদ্ধ নৈতিকতা প্রতিষ্ঠার জন্য দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় উদ্যোগ নিলে মিনি স্কার্ট নিষিদ্ধ হবে বলে শ্রীলঙ্কার লাকবিমা প্রত্রিকা জানিয়েছে। প্রেসিডেন্ট রাজা পাকসের সরকার সম্প্রতি সংক্ষিপ্ত পোষাক পরা নারীদের ছবি সম্বলিত বিলবোর্ড রাস্তা-ঘাট থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে। দেশটিতে অ্যালকোহল ও টোব্যাকো ব্যবহারের বিরুদ্ধে প্রচারাভিযানও চালানো হয়েছে। এ ছাড়া, গত বছর বৌদ্ধ ভিক্ষুদের প্রতিবাদের মুখে মার্কিন সঙ্গীত শিল্পী আকোনকে শ্রীলঙ্কা সরকার ভিসা দিতে অস্বীকার করে। আকোন একটি বুদ্ধমূর্তির সামনে বিকিনি পরে নৃত্য পরিবেশন করেছিলেন বলে অভিযোগ রয়েছে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।