বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের ফাঁসির রায় কার্যকর হওয়ার পর জামায়াত নেতা আব্দুল কাদের বলেছিল-
" ৭৫ সৈনিকদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করতে হবে। "
গতরাতের আহত যন্ত্রণাকাতর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সাইফুর রহমান বাদশার উক্তি :
'হলের পেছনে নিয়ে গিয়ে গরু জবাই করার মতো করে ৭-৮ জন ধরে রাখে। দু'জন তাদের হাতে থাকা রামদা দিয়ে দু'হাত ও ডান পায়ের রগ কেটে দেয়। পাইপ দিয়ে মাথায় আঘাত করে।
সাইফুর রহমান বাদশা ছাড়াও ধরে নিয়ে রগ কেটে দেওয়া হয়েছে ছাত্রলীগ নেতা ফিরোজ মাহমুদ, আরিফুজ্জামান ও শহিদুল ইসলাম জনির।
অবস্থা গুরুতর হওয়ায় সাইফুর রহমান বাদশা ও ফিরোজ মাহমুদ আরিফুজ্জামানকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
ফিরোজ মাহমুদ বলেন, 'রাত সোয়া ১২টার দিকে নিরিবিলি ছাত্রাবাসে হামলা করে শিবির ক্যাডাররা। আমাকে ধরে নিয়ে যায় পাশের বেতার মাঠে। এরপর ২০ থেকে ২৫ জন শিবির ক্যাডার পাইপ দিয়ে পিটিয়ে জখম করে। তারপর ধারাল রামদা দিয়ে দু'পায়ের গোড়ালি ও বাঁহাতে আঘাত করে।
পরে ওই ছাত্রাবাসের কয়েকজন আমাকে তুলে হাসপাতালে নিয়ে আসে। '
হাসপাতালে ভর্তি হওয়া আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন শফিউর রহমান বাদশা, ফিরোজ মাহমুদ, আরিফুজ্জামান, শহীদুল ইসলাম জনি, খোকন, নিজাম, ওয়াসিম, গোলাম রাব্বানি, সাইদ, লুৎফর, শামীউল, রুহুল, মুন্না, রুমি, রশিদুল, শফিউলল্গাহ, তৌফিক, মোহন, বাদশা ও রাহি। আহতদের ৫, ৮ ও ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
রাজশাহীতে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির মতিউর রহমান নিজামীর জনসভার মাত্র একদিন পরই ক্যাম্পাসে তাণ্ডব চালাল ছাত্রশিবির।
রোববার বিকেলে নিজামীসহ জামায়াতের কেন্দ্রীয় নেতারা রাজশাহী মাদ্রাসা ময়দানে সমাবেশ করেন।
সোমবার রাতেই শিবির ক্যাডাররা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে হলে নৃশংস হামলা চালিয়ে এক ছাত্রলীগ নেতাকে হত্যা করে; হাত-পায়ের রগ কেটে নেয় ৩ নেতার। সোমবার রাতের হামলায় বিশ্ববিদ্যালয়ের ক্যাডাররা ছাড়াও ছাত্রশিবিরের ৫ শতাধিক বহিরাগত ক্যাডার অংশ নেয়।
শিবিরের হামলায় অর্ধশতাধিক ছাত্রলীগ নেতাকর্মী ছাড়াও ১০ জন পুলিশ সদস্যও আহত হন।
ইসলামী রাজনীতি বন্ধের ষড়যন্ত্রের পরিণাম ভালো হবে না' বলে হুঁশিয়ারি দিয়েছিল নিজামী -- আর হলও তাই , যেভাবে নাকি একবার সে বলেছিল য" আমরা আবার ১৫ ই আগষ্ট ঘটাবো " এবং তার পরে ২১ শে আগষ্ট গটায় ।
জামাত শিবিরের ভুমিকা বর্ননা করার কিই বা দরকার ? মানুষ কি জানেনা বোঝেনা ?
সবই তো দিবালোকের মত পরিস্কার তবে শিবিরের এই বর্বরতার জবাব কি হওয়া উচিত ??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।