প্রথমেই এমন একটা পোস্টের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক সময় নতুন ইউজাররা উইন্ডোজ এক্সপি সেটাপ দিতে পারেনা। আমার পরিচিত অনেকেই আমার কাছে শিখতে আসে। মুখে বলে আর কতটুকু বুঝানো যায়? তাই মাঝে মাঝে আমি লিংক দিয়ে দেই। তাই আমার সুবিধার জন্য আমার কাছে একটা লিংক রেখে দিলাম।
অন্য কেউ উপকৃত হলে আমার জন্য বারতি পাওয়া হবে।
উইন্ডোজ সেটাপ
উইন্ডোজ সেটাপ করার আগে C ড্রাইভের প্রয়জনিয় ফাইল সরিয়ে নিতে হবে। সাধারনত কম্পিউটারে একাধিক ডিস্ক পার্টিশন থাকে। C ড্রাইভ ছারা অন্য ড্রাইভে প্রয়জনিয় ফাইল কপি করে রাখা যাবে
১) CD rom এ Windows CD দিয়ে কম্পিউটার Restart করুন। বায়োসে প্রবেশ করার জন্য F2 অথবা Delete বাটন প্রেস করতে হয়।
কোন কম্পিউটারে এর ব্যতিক্রমও হতেপারে। কম্পিউটার চালু করলে স্কিনে লক্ষ করলে দেখা যাবে কোন কি প্রেস করতে হবে।
২) বায়োসে প্রবেস করে (আমরা যেহেতু সিডি থেকে উইন্ডোজ সেটাপ করব) 1st BOOT (CD rom) সেটাপ করতে হবে। অনেক কম্পিউটারে বায়সে প্রবেশ না করে F12 প্রেস করে BOOT সিলেক্ট করা যায়। F10 চেপে SAVE করুন।
কম্পিউটার রির্স্টাট হবে।
৩) নিচের ছবিতে লক্ষ করুন। press any key to boot form cd. লেখাটি দেখার সাথে সাথে কীবোর্ডের যে কোন একটি কী প্রেস করুন।
৪) নিচের ছবির নিচে লক্ষ করুন।
ENTER=Continue,
F=Repair,
F3= Quit,
এখানে Continue করার জন্য ENTER প্রেস করুন।
৫) নিচের ছবিতে দেখুন
F8=I agree,
ESC=I do not agree,
এখানে F8 প্রেস করুন।
৬) নিচের ছবিতে লক্ষ করুন।
ENTER=Instal,
D=Delete partition,
F3=Quit,
এখানে হার্ডডিস্ককে যেকোন সাইজে পার্টিশন করা যাবে। পার্টিশন করতে চাইলে D প্রেস করে Delete করে নিয়ে। C প্রেস করে পার্টিশন সাইজ লিখে ENTER প্রেস করতে হবে।
(কোন ড্রাইভকে ২০ গিগাবাইটে ভাগ করতে ২০০০০ লিখতে হবে। )
৭) পার্টিশন শেষ করে C ড্রাইভ সিলেক্ট করে ENTER করলে, এখানে Quick format এর দুইটি এবং Normal format এর দুইটি অপশন দেখা যাবে। NTFS এবং FAT হচ্ছে ফাইল সিসটেম।
(Normal format করাই ভাল। ) এখান থেকে যে কোন একটি অপসন সিলেক্ট করে ENTER চাপুন।
৮) ফরমেট অপশন থেকে ক্যাটগরি সিলেক্ট করে Enter প্রেস করার পর আপনার পার্টিশনটি ফরমেট হবে এবং উইন্ডোজের ফাইলগুলো কপি হবে। তখন নিচের স্ক্রীনের মত দেখাবে। এই কাজের জন্য কিছু সময় দরকার হবে। কপি ১০০% না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৯) ফরমেট শেষ হবার পর কম্পিউটার Restart হবে।
আবারো স্কীনে press any key to boot form cd. লেখা আসবে। এবার কোন কী প্রেস করা যাবেনা।
১০) Restart হবার পর এতে কিছু সময় ধরে সেটাপ চলতে থাকবে।
১১) নিচের এই স্কিন আসলে NEXT ক্লিক করুন।
১২) এবার উইন্ডোজ এক্সপির ২৫ টি কী টাইপ করুন।
এবং NEXT ক্লিক করুন।
১৩) কম্পিউটারের নাম পাসওয়ার্ড দিন। না দিলেও কোন সমস্যা নেই। NEXT ক্লিক করুন।
১৪) NEXT ক্লিক করুন।
১৫) NEXT ক্লিক করুন।
১৬) NEXT ক্লিক করুন।
১৭) OK ক্লিক করুন।
১৮) OK ক্লিক করতে পারেন। CANCEL করলে সেটাপ কমপ্লিট হবে।
আর OK করলে আরো কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে।
১৯) NEXT ক্লিক করুন।
২০) NEXT ক্লিক করুন।
২১) NO অপশনটি সিলেক্ট করে NEXT ক্লিক করুন।
২২) ইউজার নেম দিয়ে NEXT ক্লিক করুন।
২৩) WELCOME SCREN। FINISH ক্লিক করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।