আমাদের কথা খুঁজে নিন

   

রানা প্লাজা ধ্বসে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা

রানাপ্লাজায় নিহতের প্রিয়জন ও বেঁচে থাকা আহত অসহায় পরিবারের সদস্যদের জীবনের বিষাদকে একটু হলেও ঈদের আনন্দ দিয়ে ঢেকে দেয়ার উদ্যোগ নিয়েছেন তারা।
মঙ্গলবার দুপুরে সাভারে তাদেরকে নগদ অর্থ সহায়তা দিলো ফ্রেন্ডস ফর হিউম্যানিটি  ও সাভার সেভিয়রস।
এ উপলক্ষে সাভার পাবলিক লাইব্রেরিতে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের প্রতিটির জন্য নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন সাভার অধর চন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক হারুনুর রশিদ।
অনুষ্ঠানের সভাপতি ফ্রেন্ডস ফর হিউম্যানিটির সমন্বয়ক মিজানুর রহমান পলাশ বলেন, ঘটনার তিন মাস পর হলেও রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের অসহায় গরিব পরিবারগুলো শুধু প্রতিশ্রুতির বাইরে আর কিছু পায়নি।
সরকার ও পোশাক মালিকরাসহ অবস্থাসম্পন্ন ব্যক্তিদের তাদের জীবিকা, চিকিৎসা, স্বাস্থ্য ও তাদের সন্তানদের শিক্ষা বিষয়ে ক্ষতিপূরণ ও কার্যকরভাবে সহায়তা করার দাবি জানান তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফ্রেন্ডস ফর হিউম্যানিটির সংগঠক আশরাফুল আযম খান, সাভার সেভিয়রসের প্রতিনিধি তাসফিক মাহমুদ, স্থানীয় রিপন চৌধুরী ও সাগর সাহা।
গত ২৩ মে রানাপ্লাজা ধ্বসের ঘটনার এক মাস পূর্তিতে উদ্ধারকর্মীদের এক সংবর্ধনা দেয় এবং নিহতদের উদ্দেশে স্মরণ সভার আয়োজন করে ফ্রেন্ডস ফর হিউম্যানিটি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.