আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ
২০১০ সালের অনেক ঘটনার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশী দাগ কেটেছে;
১। সুপার মডেল প্রভার পাশ্চাত্য ষ্টাইলে Love Making Video, আমি পুরোপুরি হতভম্ব হয়ে গেছি। প্রভা আর রাজীব কি ভাবে লীলা খেলা করেছে তাও আবার ভিডিও। একেই বলে একে তো চুরি তার উপর শিনাজুড়ি
বৃটেনে অনেক ভারতীয়, পাকি, লংকান, ইংরেজ, আফ্রিকানদের এই ভিডিও দেখিয়েছি। তারা পুরোপুরি তাজ্জব! আমাকে বলে তোমার দেশতো মুসলিম দেশ, এত দূড়ন্ত উড়ন চন্ডী সাহস পায় কিভাবে? আমি বললাম নতুন সরকার ধর্ম নিরপেক্ষ ও ডিজিটাল।
তাই এ রকম। এও জানালাম সমকামের উপর প্রথমবারের মত ছবি হচ্ছে। যা আর কোন মুসলিম দেশে হয়েছে বলে আমার জানা নেই।
২। ইসলামী ফাউন্ডেশনে ডিজি কতৃক আমেরিকান ছাত্র ছাত্রীদের ব্যালে ডান্স।
মনে হয় ইমামদের আধুনিকতার সাথে কিভাবে মানাতে হবে তাই এই রিহার্সেল দেওয়া হয়েছে।
৩। হযরত শাহজালাল বিমান বন্দরে প্রকাশ্যে পর্ণগ্রাফি প্রচার। তাও আবার ১০ই মহরম পবিত্র আশুরার দিনে। আন্তর্জাতিক ইয়াহু, এএফপি সহ আরো অনেক মিডিয়াতে ফলাও করে এ সংবাদ প্রচার করেছে।
তারা বলেছে যে বাংলাদেশ মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ। তারা আপডেটেড তথ্য জানে না যেহেতু ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে বাংলাদেশ নতুন আত্ন প্রকাশ করেছে তাই যে যার ইচ্ছা মত ধর্ম কর্ম পালন করবে আর কেউবা এডাল্ট এন্টারটেইনমেন্ট করবে, এটাই কিন্তু আদর্শ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের নমুনা। ২০১১ সালে বাংলাদেশ ধর্ম নিরেপেক্ষ নতুন দেশ হিসেবে বিশ্বে আত্ন প্রকাশ করতে যাচ্ছে। ব্লগারগণ কি বলেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।