আমাদের কথা খুঁজে নিন

   

২০১০ এর যা মনে আসে-১

আমি একজন সাধারন মেয়ে, গান গাই, পড়ি ইংরেজীতে।

২০১০ চলে যাচ্ছে। চিন্তা করছি এগুলো নিয়ে লিখবো। রাজনৈতিকভাবে আমাদের ক্যাম্পাসের দৃশ্যপট পালটে গেছে। আগে শিবির ছিল এখন ছাত্রলীগ।

আগে কখনো দলীয় ক্যাডারদের এমন তান্ডব দেখিনাই। প্রায় বিকালেই দেখি আমাদের রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে দিয়ে বিকট শব্দে মটরসাইকেল নিয়ে পাতি নতুন ক্যাডাররা চলে যায়। শিবির থাকার সময় ভাল ছিল বলবোনা কিন্তু এরকম উচ্ছৃংখলতা দেখিনাই। বরিশাল পলিটেকনিকের কোপানোর ভিডিও টা দেখেছিলাম। কী বিভৎস!! ২০১০ এই দিক দিয়ে একেবারে নতুন অভিজ্ঞতা।

প্রতিপক্ষ টক্ষ বলে কোন ব্যাপার নাই। এরা নিজেরাই গন্ডগোল করে বাঁচতেছেনা। ক্যাম্পাসের মেয়েরাও কি খুব নিরাপদ এদের হাত থেকে? আওয়ামী লীগের তাদের রাজনীতির এই অংশটা কন্ট্রোল করা উচিত নইলে পতন অনিবার্য। নিমতলির আগুনের কথা মনে পড়ে গেল। কী ভয়াবহ ব্যাপার!! টিভিতে দেখেই আন্দাজ করা গেছে।

অপরিকল্পিত নগরায়ন কতটা ভয়াবহ হতে পারে, তার একটা নমুনা। এখানে ওখানে ভবন ভেংগে পড়তেছে, এদেখেও বোঝা যাচ্ছে আমরা কোন দিকে যাচ্ছি। ২০১১ তে কি এইগুলো কমবে মনে হয়? আপনার কি মনে হয় ছবিটা চ্যানেল ওয়ান বন্ধ হয়ে যাওয়ার পর তোলা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.