আমাদের কথা খুঁজে নিন

   

২০১১ হোক আত্মশুদ্ধির বছর

হাজারো বিন্দু এখনো একটি বৃত্ত আঁকতে পারে নি

আমরা দেশ ও সমাজের যেকোন সমস্যায় রাজনীতিবীদদের অভিযোগ করছি। আবার নিজেরাই বলছি এদের উপর আমাদের কোন ভরসা নেই। যাদের কাছে কোন প্রত্যাশা নেই , তাদের বিরুদ্ধে অভিযোগ কতখানি ফলপ্রসু। না রাজনীতিবীদদের দোষ দিতে নিষেদ্ধ করছি না , ব্যাপারটির ভিন্ন দিক দেখার চেষ্টা করছি। বাংলাদেশের দূর্নীতি, ধর্ষন, হত্যা, কালোবাজারিসহ সব অপকর্ম কি রাজনীতিবিদরা করে? এর সাথে আপনার আমার পরিচিতজনরা কি সম্প্রিক্ত নয়? আমরা কি এদের কখনো বাধা দেবার চেষ্টা করেছি? নাকি এই দেশের কিছু হবে না বলেই দায়িত্ব শেষ করেছি? আমি কি সারা জীবনে কাউকে দূর্নীতিতে সহায়তা করি নি? আমার সামনে ঘটা অপরাধগুলোতে কি আমার মৌন সমর্থন ছিল না? আমি কি সৎ? আমি কি সুনাগরিক? আমি কি নিজেরা কোন দিন দেশ কে ঠকাই নি? যে দেশ আমাকে শিক্ষা, খাদ্য , আশ্রয় দিল , তার প্রতিদান দেবার সময়ে আমি কি তার পাশে দাড়িয়েছি? যেসব রিকশাওয়ালা, দিনমজুর,শ্রমিকের পরোক্ষ ট্যাক্সের টাকায় আমি সারা জীবন পড়াশুনা করলাম, তাদের গালে কি কোন দিন চড় মারিনি? যে আমার-আপনার আবর্জনা পরিষ্কার করছে, তাকে আমি কোন দিন সম্মান দিয়েছি?আমার যাকাতের টাকায় কি আমি একজন অসচ্ছল মানুষকে সচ্ছল করতে পারি না?আমি কেন তাকে একটি রিক্সা কিনে না দিয়ে , বাজার থেকে ঘুরে সবচেয়ে সস্তা কাপড় দেই? সরকার উদ্যোগ নেয় না বলে কি আমার ও উদ্যোগ নেয়া নিষেদ্ধ? আমার দেশ প্রেম কি একুশ দিন অ- আ, আর ত্রিশ দিন যুদ্ধাপরাধিদের বিচার চাই- এর মধ্যে সীমাবদ্ধ নয়? আমার মেধার উপর কি আমার দেশের কোন অধিকার নেই? আমাদের মেধাবীরা সারা জীবন দেশের মানুষের টাকায় পড়াশুনা করে কেন বিদেশি যাবার জন্য অস্থির হয়ে উঠে?(আমি প্রবাসি শ্রমিকদের কথা বলছি না) আমি কি খুব ভালো সন্তান? যে গ্রামে বড় হয়েছি , আজ কি সে গ্রামের কথা ভুলে যাই নি? কোন দেশ উন্নত হয় না , তাকে উন্নত দেশ বানাতে হয়। অভিযোগগুলো কারো বিরুদ্ধে নয়, অভিযোগ আমার নিজের বিরুদ্ধে। তাই আজ কোন শুভ কামনা নয়, শুধু অঙ্গিকার। নিজের কাছেই নিজে শপথ নিলাম -২০১১ হোক আমার আত্মশুদ্ধির বছর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।