দীর্ঘ এক পথ শেষে আমি আজ পথের কিনারে
ক্রীড়াজগতে বিভিন্ন সময় খেলোয়াড়দের বিরুদ্ধে ড্রাগসেবন, ধূমপান-মদ্যপানঘটিত কেলেঙ্কারির খবর পাওয়া যায়। কিন্তু খেলার পরিচালক, আম্পায়ার বা রেফারির বিরুদ্ধে এমন অভিযোগের ঘটনা বিরল। তবে এবার সে কাজটিই করেছেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়েরা। ডারবান টেস্টের আগে অস্ট্রেলিয়ান আম্পায়ার স্টিভ ডেভিসকে বেশ কয়েকবার মদ্যপ অবস্থায় দেখা গেছে বলে অভিযোগ করেছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা। ভারতের কাছে ৮৭ রানের এই হারের পেছনে এটা একটা বড় কারণ হিসেবে দেখছে প্রোটিয়াসরা।
নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ আফ্রিকা দলের একটি সূত্র দৈনিক বিল্ডকে জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে ডেভিসকে নিয়মিত একটা বারে দেখা গেছে। এ ছাড়া গত সপ্তাহে সেঞ্চুরিয়ন টেস্টে খেলা শুরু হওয়ার আগ দিয়েও তাঁকে হোটেলে কিছুটা টলোমলো অবস্থায় দেখা গেছে। ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে কয়েকটি ভুল সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়ার ডেভিস, যার মধ্যে ডি ভিলিয়ার্স আর মার্ক বাউচারের এলবিডব্লিউর সিদ্ধান্ত দুটির কারণে তাঁদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে। আবার ভারতের দ্বিতীয় ইনিংসে জহির খানের একটা নিশ্চিত আউটও ডেভিস দেননি। এর পরই অষ্টম উইকেট জুটিতে লক্ষ্মণের সঙ্গে ৭০ রানের জুটি গড়ে ভারতকে রক্ষা করেছিলেন জহির।
দক্ষিণ আফ্রিকার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আইসিসির রেফারি প্যানেলের প্রধান ভান ডার বিজল তাত্ক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে অফিশিয়াল লিখিত অভিযোগ পেলে নিয়মানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।