আমাদের কথা খুঁজে নিন

   

জাগতে বলো ছেলেকে

I like kids .I love them all

নির্ঘুম কাটে সারাটা বছর বুকে নিদারুন জ্বালা তবেকি আবারো বৃথা হয়ে যাবে বুকের রক্ত ঢালা। কারাগারে মোর বন্দীনি মার আধার শান্ত কোল নিশিথ স্বপন সারাক্ষণ শুধু ওঠে কান্নার রোল। সেই মাকে বলি এক ছেলে যাক তাতেকি দুঃখ তোর রক্তের দাগে লাল করে দেব খুলেছিযে বাহুডোর। শুনবি মা তুই আমাকে হারিয়ে হাজার ছেলের ডাক হাসি মুখে বল দেশের জন্য ছেলে মরে যায় যাক। দেখবি তখন এই আমি তোর হাবাগোবা সেই ছেলে অস্ত্রের মুখে র্নিভয়ে রোজ বক্ষ ধরেছি মেলে।

শত্রুর বুকে পদাঘাত হেনে নিদুরুন খরতাপে আর কতকাল পথ ভুলে রবো ব্যাথিতের অভিশাপে। ঐ হাতে তোর আচল ছিড়িয়া এ কপালে বেধে দেনা আমারে আবার চুমু দিয়ে বল তুইতো সাহসী সেনা। এর পর আর কি কথা থাকবে আমি বিদ্রোহী বীর তোর পায়ে আমি কেটে এনে দেব শত্রুর নত শির। এখনো আধার কাটেনি তেমন এখনো রুদ্ধ শ্বাসে খুজে ফিরিতেছি শত্রুর মুখ এদেশের আশেপাশে। ত্রিশ লক্ষ বাঙ্গালী রক্তে সিক্ত সবুজ ভূমি শান্তির ছোয়া পেয়েছকি সেথা বলোমা এখন তুমি।

তবে কেন তুমি আদরে আদরে ছেলেকে বুকেতে রাখ শহীদ জননী জাহানারা ইমাম চুপকরে থেকনাকো। বলো;যা যা রক্তের দাগ শুকিয়ে যাবার আগে শত্রুর ছায়া দেখিনাকো যেন বাংলার গুলবাগে। তোমার আদেশ পেলেমা দেখবে হাবাগোবা সেই ছেলে শত্রুর দাগা কামানের মুখে বক্ষ ধরবে মেলে। সব কিছু ফেলে কন্ঠ উচিয়ে গাইবে বিজয়ী গান এক সাথে সব দেশের জন্য জান দেবে কোরবান। জাজাফী ঢাকা বিশ্ববিদ্যালয় ২২ জুর ২০০৮ রাত ১১.৫৫ মিনিট।

মধুমিতা , টঙ্গি ,গাজীপুর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।