আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
এবার জাগো, হে মহাবীর!
তব পদযুগল কি ক্ষত-বিক্ষত করেনি পলাশীর ধুলোবালি?
তুমি কি রক্তাক্ত ৭১ পেরোনো দিপ্ত পতাকার কান্ডারী নও?
তবে, কেন তোমার চোখে জগতের মহাঘুম, পদযুগল পোয়াতীনারী?
কেন, তোমার হাতে গীতার,বীণা, বাদ্দের ঝংকার?তোমার কি শব্দের প্যাঁচে কবিতার ছলনায় আছে কোন উপকার?তুমি লড়, হে প্রেমিক
ভালবাসা দিবসে গাছের পাতা নাপাক করে তুমি কি পাবে?তুমি
শত্রুর নাপাক রক্ত দিয়ে পাক কর ধরণীর জন্মভুমি অংশ, তুমিই তো
বার ভইঁয়ার এ প্রজন্ম, রক্তবাহী বংশ। জাগো, জাগো, জাগাও
জাতির রন্দ্রে রন্দ্রে আজ কুলুষিত আত্বার বিচরন, তুমি বিকশিত সত্তার পুঞ্জিভুত জ্ঞান নিয়ে ঝাপিয়ে পড়, সেসব ....................................................... দুঃখিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।