আমাদের কথা খুঁজে নিন

   

নোলক আমার মহাশূণ্যে উড়ার ডানা

কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ

নোলক, নোলক প্রাপ্তি খোঁপা; আমার একমাত্র সন্তান। একমাত্র মেয়ে। ও আজ, এখন আমার থেকে অনেক অ নে ক দূ.....রে। ঠিক বারো ঘন্টা আগে ওর সাথে কথা হলো। আমার এখানে রাত তখন দুটো।

ওর ফাইনাল পরীক্ষার ফলাফল পাওয়ার ঠিক পর মূহুর্তেই। গত চার বারের মতো এবারও প্রথম হয়েছে ও। চতূর্থ শ্রেণী থেকে পঞ্চম এ পা রাখলো। ওর জন্য আপনাদের সবার শুভকামনা প্রত্যাশা করছি। নোলক নোলক আমার সোনালী পালক মহাশূণ্যে উড়ার ডানা নোলক আমার প্রেমের তিলক ওর কি আছে জানা! নোলক আমার স্বপ্ন আশা বাঁচার আনন্দ ভালোবাসা সুখের উৎস কাজের প্রেরণা ভুলি সব দুঃখ, কষ্ট, যন্ত্রণা।

একা মহাসাগর দিচ্ছি পাড়ি নোলক নামের ভেলায় চড়ি কার বা সাহস আমায় ভোগায়! নোলক আমার শক্তি জোগায়। নোলক আমার নোলক আমার মিষ্টি মেয়ে আর কতোকাল তোমার আশায় থাকবো পথের দিকে চেয়ে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।