নোলক বাবু বাংলাদেশের একজন প্রতিভা। সে ক্লোজ আপ ওয়ান বাংলাদেশের প্রথম সিজন এর বিজয়ী ছিল। ক্লোজ আপ ওয়ান যখন তার মত প্রতিভাবান লোকদের খুজছিল তখনি নোলক বাবুর উদয় ঘটে। সঙ্গিত প্রেমীদের কাছে নোল্ক বাবু একটি অতি পরিচিত নাম।
সে খুবই দরিদ্র একটি পরিবার এ জন্মগ্রহণ করছিল।
তার পরিবার এতই গরীব ছিল যে সঙ্গিত শেখার মত টাকা পয়সা তার কাছে ছিল না। জামালপুর শিল্পকলা একাডেমী তাকে সঙ্গিত এর হাতে-খড়ি করায়। তারপর সে কোন বাদ্দ্যযন্ত্র ছাড়াই সঙ্গিত চরচা শুরু করে এবং খুব অল্প সময়ের মদ্ধেই তার গরীব প্রতিবশীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।
এরপর সে ক্লোজ আপ ওয়ান এ অংশগ্রহণ করে এবং বিজয়ী হয়। এর পর সে আস্তে আস্তে বিভিন্ন স্টেজ শোতে গান গাওয়া শুরু করে।
আস্তে আস্তে তার পরিচিতি বাড়তে শুরু করে। যখন তার কাছে টাকা পয়সা আসা শুরু করে এবং লোকজন তাকে চিনতে শুরু করে তখন তার মদ্ধে আস্তে আস্তে অহংকার জন্ম নেয়।
কথায় আছে না অহংকার ই পতনের মূল। ২০০৭ সালে সে একজন পথচারী কে মারে এবং এর জন্য তাকে জেলও খাটতে হয়। শালা নিজেরে কি মনে করে?? ক্লোজ আপ ওয়ান জিত্তা কি নায়ক হয়ে গেছে নাকি?? মানুষকে মানুষ মনে করে না??এইসব লোকদের মুখে জুতা দিয়া বাড়ি মারা উচিত।
যত্তসব বাল ছাল!!!ফকির থেকে বড়লোক হইলে মানুষ এই রকম জানোয়ারই হয়। কই এখন শালা???কোন খবর তো নাই। কোন শো তে তাকে আর দেখা যায় না। আর আমরা দেখতেও চাই না। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।