আমাদের কথা খুঁজে নিন

   

নদীর জলে এখন শুধু নোলক না, স্বপ্নরাই হারায়া যায়।



নদী শব্দটা মনে হইলে মনের মাঝে দারুন এক ভালোলাগা অনুভব করি আমি। চালা ছাড়া নৌকায় ঠিক সামনের জায়গাটায় বসে হাত দিয়া পানি ছুঁয়ে থাকা, নয়ত পা দুইটা নামায়া দিয়া গোড়ালী পর্যন্ত পানিতে ডুবায়া রাখা। নদীর ঠান্ডা ঠান্ডা বাতাসে মনের মাঝে সব জমায়া থাকা আবেগ যেন কথা কওয়া শুরু করে ছোট ছোট ঢেউ গুলার মতন। এক মায়া ময় স্নিদ্ধতায় মন প্রাণ কি সুখে ভরে উঠে তা বুঝাইতে পারব না। এই ভালোলাগা সুখানুভূতিটায় পাইতাম সামনের পথ চলার স্বপ্ন বুনার উল।

নদী সুখে যেন সাতচুন্নীর নজর লাগছে ! আমি এখন পানিতে হাত রাখলেই সুখের বদলে তরুনীর ওড়না, যুবকের শার্ট, শিশুর মাথার খুলি অনুভব করি। বাতাসে পঁচা মাংসের গন্ধে ভিতর থাইকা নাড়িভুড়ি বাইর হইয়া আসতে চায়। যদিও আমি জানি এই গন্ধ আমারই নাড়ির সাথে সম্পর্ক থাকা কোনো মাংসের। দুরে দেখি অনেক গুলা হাত আস্তে আস্তে মিলায়া যাচ্ছে ঢেউয়ের সাথে। নদী ভাবনায় এখন আর আমি স্বপ্ন বুনার উল খোঁজে পাই না।

কারণ আমি জানি ঐ নদীর জলে এখন শুধু নোলক হারায় না। স্বপ্নরাই হারায়া যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.