সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। অদ্য ৩০শে ডিসেম্বর ২০১০ইং রোজ বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক সংবাদ সম্মেলনে দুই পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ৭১ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জুনিয়র মাদ্রাসা সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় উত্তীর্ণের হার ৮১ দশমিক ০৩ শতাংশ। দুই পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৫৫৬ জন শিক্ষার্থী।
প্রাথমিক ও ইবতেদায়ী উভয় পরীক্ষায় পাসের হারে শীর্ষে থাকা বরিশাল
এখানে দেখুন
Click This Link
এবার জেএসসিতেও শীর্ষে। জেএসসিতে পাসের হারে আটটি বোর্ডে সবচেয়ে এগিয়ে বরিশাল বোর্ড।
বরিশালের পর্ই ঢাকা বোর্ডের অবস্থান। বরিশালে পাসের হার ৮১ দশমিক সাত পাঁচ, ঢাকায় ৮০ দশমিক পাঁচ আট ভাগ। কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৩ দশমিক পাঁচ, যশোহর বোর্ডে পাসের হার ৬২, রাজশাহীতে ৬৩, চট্টগ্রামে ৭০ দশমিক দুই ছয়, দিনাজপুরে ৬২ দশমিক এক আট এবং সিলেটে ৬১ দশমিক নয় শাত শতাংশ।
গত ৪ নভেম্বর শুরু হয়ে ১৪ নভেম্বর পর্যন্ত চলে জেএসসি ও জেসিডি পরীক্ষা। এতে অংশ নেয় ১৫ লাখ ৫ হাজার ৩৯১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫ হাজার ২৭২ জন এবং ছাত্রী ৮ লাখ ১১৯ জন।
দেশে এবং বিদেশে মোট ১ হাজার ৮০৪টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে দেশের বাইরে কেন্দ্র ছিলো ৭টি।
বরিশাল বিভাগের সফলতায় আমরা সকল বরিশালবাসী আনন্দিত। তোমাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।