বাংলাদেশের খনিজ ও জ্বালানী সম্পদ রক্ষা এবং এ বিষয়ে বিদেশী লুটেরাদের সাথে সরকারের আমলা ও মন্ত্রীদের গোপন চুক্তির বিষয়ে কোন ব্যক্তি বা দল মুখ না খুললেও তেল-গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সোচ্চার রয়েছে। এই বিষয় নিয়ে রাস্তায় আন্দোলন করতে গিয়ে এই সংগঠনের নেতা অধ্যাপক আনু মোহাম্মদকে সরকারের পেটোয়া বাহিনী "পুলিশ" রাজপথে লাঠিপেটাও করেছে। তারপরও যে এই সংগঠনটি দেশের স্বার্থে তৎপর রয়েছে সে জন্য জনগণের উচিত তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। কারণ বর্তমান সরকার দেশের স্বার্থ রক্ষার চেয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষাকেই বেশি গুরুত্ব দিচ্ছে এই কমন বক্তব্য সবাই দিয়ে যাচ্ছে। বিএনপি এবং জামাত সরকারকে ভারতের তাবেদারী করার জন্য তীব্র সমালোচনা করছে।
কিন্তু অদৃশ্য কারণে বিএনপি এবং জামাত বাংলাদেশের ভাগ্যের উপর মার্কিন সাম্রাজ্যবাদের কুদৃষ্টির বিষয়ে কোন কথা বলে না। এমনি মুহুর্তে "সম্পদ রক্ষা কমিটি" মার্কিনীদের কুদৃষ্টির বিষয়ে জনগণকে সচেতন করে তারা জাতির প্রতি তাদের দায়িত্ব কিছুটা হলেও সম্পন্ন করেছেন।
আজ অধ্যাপক আনু মোহাম্মদ মার্কিন রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। (সূত্র এখানে পাওয়া যাবে) । একই সাথে যুক্তরাষ্ট্রের সাথে দেশের জাতীয় সম্পদ নিয়ে ষড়যন্ত্র করার জন্য তিনি প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা তৌফিক-ইলাহীর অপসারণ দাবী করেছেন।
তিনি তৌফিক-ই-এলাহীকে জ্বালানী অপরাধী বলেও তিরস্কার করেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।