আমাদের কথা খুঁজে নিন

   

‘বিচারকের ঘুষ চাওয়ার অভিযোগ সত্য নয়’

ওই আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবীর বাবুল শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের কাছে এ দাবি করেন।
মামলার আদেশ পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে এক আইনজীবীকে খাসকামরায় ডেকে পাঁচ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে হাকিম মো. তাজুল ইসলামের বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়।
আইনজীবী ইনছান আলী রাজু গত বুধবার লিখিত আকারে এ অভিযোগ করেন।
অতিরিক্ত পিপি আনোয়ারুল কবীর বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘুষ চাওয়ার অভিযোগ মোটেও সত্য নয়। ”
“ইনছান আলী রাজু তার অযৌক্তিক দাবি পূরণ করতে না পেরে প্রধান বিচারপতির কাছে মিথ্যা অভিযোগে দরখাস্ত পাঠিয়েছেন।


এ আদালতের আরো অনেক আইনজীবী ও কর্মচারী সেদিনের ঘটনাটি দেখেছেন বলেও তিনি দাবি করেন।
ইনছানের আবেদনে বলা হয়, গত ২৯ এপ্রিল কেরাণীগঞ্জ থানার একটি অপহরণ মামলার আসামি শাহীন হোসেন বাবুর জামিন বাতিল করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের (রিমান্ড) আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
শাহীন এর আগে হাইকোর্ট থেকে জামিন নিয়ে এ আদালতে আত্মসমর্পন করে আবারো জামিন পান। এরপর থেকে তিনি এ আদালতে নিয়মিত হাজিরা দিয়ে আসছিলেন। জামিনের কোনো শর্তও তিনি ভঙ্গ করেননি।

মামলার অন্য আসামিরাও জামিনে রয়েছেন।
“কিন্তু ওইদিন হাকিম মো. তাজুল ইসলাম শুনানি শেষে ওই আসামির জামিন বাতিল করেন এবং পরদিন হেফাজতের আবেদন শুনানির তারিখ রাখেন। ”
এ আদেশ নিয়ে আসামির আইনজীবী রাজুর সঙ্গে বিচারক তাজুল ইসলামের কথা কাটাকাটির এক পর্যায়ে আদালত রাজুকে কক্ষ থেকে বের করে দেন।
রাজু অভিযোগ করেন, “এরপর ওই হাকিম তাকে খাস কামরায় ডেকে নিয়ে আদেশ পরিবর্তন করার জন্য পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেছেন। ”


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.