রাজধানীতে নবজাতক চোরচক্রের প্রধানসহ ৪ জন গ্রেপ্তার
রাজধানীর পুরান ঢাকার নবাবকাটরা নিমতলী এলাকায় অভিযান চালিয়ে নবজাতক চোরচক্রের প্রধান ইসমত আরা দিপালীসহ (৪০) তার সহযোগী আরও তিনজনকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত অন্যরা হলো নিলুফা বেগম (৩৫), মুন্নী আক্তার (২৮) ও নাসিমা বেগম (৩২)। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি নবজাতক উদ্ধার করা হয়। চোরচক্রের প্রধান দিপালী নবজাতক চুরির গডমাদার হিসেবেই পুলিশের কাছে চিহ্নিত। বংশাল থানা সূত্রে জানা গেছে, দিপালী ও তার সহযোগিরা নার্সের ছদ্মবেশে বিভিন্ন হাসপাতাল ও কিনিকে ঘুরে বেড়ায়। হাসপাতালগুলোর নার্স-আয়াদের সঙ্গেও রয়েছে এ চোরচক্রের গভীর সম্পর্ক। সুযোগ পেলেই সেখান থেকে তারা নবজাতক চুরি করে দিপালীর বাসায় এনে রাখে। দিপালীর বাসাতেই চলে নবজাতক বিক্রির দরদাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।