আমাদের কথা খুঁজে নিন

   

জন্মের পর পরই নবজাতক হত্যা নির্দোষ!

ভালো। জন্মের পরপরই নবজাতক মেরে ফেলার পক্ষে যুক্তি দেখিয়ে সম্প্রতি এক গবেষণাপত্র প্রকাশিত হওয়ায় এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একাডেমিশিয়ান ফ্রান্সেসকা মিনেরভা নামের এ গবেষণায় বলা হয়েছে, যে সব সন্তান প্রতিবন্ধী অবস্থায় জš§ায় বা যে সব নবজাতকের লালন-পালন তাদের পিতামাতার পক্ষে ব্যয়বহুল ও সামর্থ্যরে বাইরে জন্মের পরই তাদের হত্যা করার অধিকার থাকা উচিত। এ বিষয়ে তিনি যুক্তির আশ্রয় নিয়ে বলেন, গর্ভের সন্তানকে ‘অপ্রত্যাশিত সন্তান’ বলে নষ্ট করার অধিকার থাকলে চিকিৎসকরা পিতামাতার সম্মতি নিয়ে জন্মের পরই কেন এ ধরনের সন্তানদের মেরে ফেলার অধিকার পাবে না। তবে দার্শনিক ও মেডিকেল তাত্ত্বিক মিনেরভার এ যুক্তিকে মানবতার চরম অবমূল্যায়ন বলে মনে করছেন মানবাধিকার কর্মী ও ধর্ম বিশ্বাসীরা।

গবেষণাপত্রে আরও বলা হয়েছে, নবজাতকরা প্রকৃত মানুষ নয়। তাদের মধ্যে স্বপ্ন, আশা ও লক্ষ্য সুপ্ত থাকে। তাই তারা বাস্তব অস্তিত্বশীল কোন মানুষ হয়ে ওঠে না। বিধায় যে সব পিতামাতা সন্তান নিতে আগ্রহী নয় তারা জšে§র সঙ্গে সঙ্গেই নবজাতক মেরে ফেলতে পারেন। কিন্তু ইসলাম ও খ্রিস্টান ধর্মে এ ধরনের মৃত্যুকে সরাসরি খুন বলে চিহ্নিত করা হয়েছে।

তাছাড়া এ ধরনের মৃত্যুকে মানবাধিকারের চূড়ান্ত বিপর্যয় বলেও অনেকে মন্তব্য করেছেন। খবর ডেইলি মেইলের। অন্যদিকে, এ লেখার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে অক্সফোর্ডের একজন গবেষণা সহযোগী বলেছেন, মিনেরভা নিশ্চয়ই নরকের আগুনে পুড়বে। তার মতো এতো জঘন্য লেখা আমার জীবনে দেখিনি। কিন্তু মিনেরভার এ বিতর্কিত লেখা প্রকাশের ব্যাপারে ‘ব্রিটিশ মেডিকেল জার্নাল গ্র“প স্টেটস’-এর সম্পাদক বলেছেন, গতানুগতিক বিষয়ের চেয়ে যথেষ্ট যুক্তিসঙ্গত লেখা প্রকাশই তাদের উদ্দেশ্য।

তবে অন্যান্য মেডিকেল তাত্ত্বিক, গবেষক ও নবজাতক বিষয়ক কর্মীরা বলেছেন, লেখাটি নবজাতক হত্যায় উৎসাহ জোগাবে। ফলে নবজাতকদের মানবাধিকারও নষ্ট হবে। এতে করে সন্তান জš§দানে পিতামাতা আরও নিরুৎসাহিত হবেন। তবে মিনেরভার দাবি, তিনি নবজাতক হত্যার ব্যাপারে কাউকে পরামর্শ বা উৎসাহ দিচ্ছেন না। তিনি শুধু যুক্তি দিয়ে বোঝাতে চান যে সব পিতামাতা গর্ভে ভ্রƒণাবস্থায় সন্তান নষ্ট করে এবং যে সব কারণে তা করে ঠিক সেই পিতামাতারা সে সব কারণেই জন্মের পরই তাদের নবজাতক শিশুকে হত্যা করতে পারে।

তার যুক্তির পক্ষে তিনি রোম সাম্রাজ্যের নবজাতক হত্যা, প্রাচীন গ্রিকের নবজাতক হত্যাকে দৃষ্টান্ত হিসেবে উত্থাপন করেছেন। অন্যদিকে আফ্রিকা, ভারত ও চীনসহ পৃথিবীর অনেক অঞ্চলে এ ধনের নিয়ম ছিল এবং এখনও প্রচলিত আছে বলে উল্লেখ করা হয়েছে। তবে যাই হোক, বর্তমান সময়ে নবজাতক হত্যার এ যুক্তিকে কোন সভ্য মানুষই মেনে নিতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।