অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ দলে স্থান পেতে হলে অবশ্য জাতীয় গণিত ক্যাম্পে ডাক পেতে হয়। ২০০৫ সালে প্রথমবার আমরা তিনদিনের একটি ক্যাম্প করেছিলাম। তখন আসলে জানতাম না আমাদের ক্যাম্পে কী করতে হবে?? ফরিদা আপা (ফরিদা বানু, ঢাকা বিশ্ববিদ্যালয়) আমাদের হেল্প করেন। সেবার আমাদের সঙ্গে কাজ শুরু করেন ড. মাহবুব মজুমদার।
পরের বছর থেকে তার নেতৃত্ব আমাদের ক্যাম্পগুলোকে লক্ষ্যাভিসারি করে তোলে। এখন আমরা তিনটি ক্যাম্প করি – বিশেষ ক্যাম্প – এটি নভেম্বর-ডিসেম্বর মাসে হয় মূলত বিষয় ভিত্তিক। যেমন এবারেরটির বিষয় ছিল – কম্বিনেটরিক্স। জাতীয় ক্যাম্প – বিডিএম্ও-এর বিজয়ীদের নিয়ে মার্চে হয়। ১০-১৫ দিনের।
এটি সব বিষয়ের। জাতীয় দল নির্বাচনী পরীক্ষাও হয়। জুনিয়রের ২/৩ জন ছাড়া বাকীরা সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারির। এ ক্যাম্প চলাকালীন এপিএমওতে সবাই অংশ নেয়।
আর আইএমওতে যাওয়ার আগে আইএমও ক্যাম্প।
এটি জুন মাসে ১০-১২ দিনের কেবল যারা দলে থাকে তারা অংশ নেয়।
ক্যাম্প নিয়ে আমাদের দুইজন ক্যাম্পার লিখেছে গণিত অলিম্পিয়াডের ব্লগে। নাজিয়ার ক্যাম্পে যাইরে এ সপ্তাহে প্রথম আলোতে ছাপা হয়েছে। তানভীরের লেখাটি গতকাল ব্লগে প্রকাশিত হয়েছে।
যত দিন যাচ্ছে তত আমরা ক্যাম্পগুলোর কাজ বুঝতে পারছি।
২০১১ সালে প্রাইমারির জন্য একটি ক্যাম্প + ৪টি বিভাগীয় ক্যাম্প করার জন্য টাকা পয়েসা জোগাড় হয়েছে। ক্যাম্পের জন্য দরকার প্রশিক্ষক ও ফ্যাসিলিটেটর। সেটাতে একটু ঘাটতি তো আছে। আমাদের ফ্যাসিলিটেটরদের সবাই কমবেশি পুরানো ক্যাম্পার। ওদের সবার সময় পাওয়া কঠিন।
তবে, সবাই কিছু না কিছু সময় দেয়। তানভীর, আবীর বা নায়েল- দেশে আসলে ক্যাম্পেই থাকে!
আমরা ২০১১ সালে ক্যাম্প (ছোট আকারের হলেও) আরো বাড়ানো যায় কী না ভাবছি। দরকার অনেক সহায়তা বিশেষ করে যাদের পক্ষে ফ্যাসিলিটেটর হওয়া সম্ভব তাদেরকে দরকার।
আমাদের একাডেমিক কোঅর্ডিনেটর সুব্রত ২০১১ সালে উচ্চ শিক্ষার্থে কোরিয়া যাবে। তার কাজগুলো কে করবে এটা ভাবলে মোটামুটি আমার ঘুম শেষ!! আমার ধারণা, নতুন যারা তৈরি হচ্ছে তারা সহসা আমাদের রিপ্লেস করতে পারবে।
আমি অবশ্য ভাবছি পারলে একটা বিজ্ঞান ক্যাম্প করি না কেন?
সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।