আমি চট্টগ্রামের ছেলে, কর্ণফূলীর তীর ঘেষে শাহমীর পুর গ্রামে আমার জন্ম। আমি কোন কালে নজরুল বা সুকান্ত হতে চাইনি। তবে তাদের আবেদন আমাকে আবিষ্ট করে। জীবনানন্দের বনলতা সেন, নজরুলের বিদ্রোহী আর সুকান্তের পূর্বাভাস আমাকে হতাশার বেলাভুমির আলুথালু পথে নব পথের
এইচ এম সিরাজ, আবু ওবাইদা আরাফাত, আরকানুল ইসলাম ও মনজুর মোরশদের সম্মিলিত সম্পাদনায় চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো প্রকাশিত হতে যাচ্ছে ব্যতিক্রমী-প্রতিবাদী সাহিত্যের ত্রৈমাসিক কাগজ “বারুদ”।
“যেখানে অন্যায় সেখানে আন্দোলন
যেখানে দাবী সেখানে আন্দোলন”
এই শ্লোগানকে সামনে রেখে ধাবমান এই সাহিত্য পত্রিকায় ইতোমধ্যে লিখা পাঠিয়েছেন তরুণ-প্রতিবাদী লিখনী সমাজ।
অনেক আগেই এর যাত্রা করার কথা থাকলেও ব্যস্ততার কারণে তা আর সম্ভব হয়ে উঠেনি। তবে ঈদের পর পরই আমরা এই সংখ্যাটি পাঠকের হাতে তুলে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।
এই সংখ্যার জন্য একটি প্রচ্ছদ প্রয়োজন। যারা আগ্রহী তাদেরকে সাদা কালো প্রচ্ছদ করে যত দ্রুত সম্ভব নিচের ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
E mail =
প্রয়োজনে যোগাযোগ করুন নিচের নম্বরে
০১৮১৫ ১৩ ৫৯ ৬৮
০১৮১৪ ৮৯ ৬৭ ৩৮
০১৭৪২ ২৭ ০৬০২
০১৮১৬ ৮২০৮৭৫
• প্রচ্ছদকারীকে সম্মানী প্রদান করা হবে না।
• তবে সৌজন্য সংখ্যা পাঠানো হবে।
• প্রচ্ছদ নামকরণের স্থানে প্রচ্ছদকারীর নাম উল্লেখ থাকবে।
• সাইজ ১/৮ (A/4) সাইজের অর্ধেক।
যারা দ্বিতীয় সংখ্যায় লিখতে চান তারা যত দ্রুত সম্ভব লিখা পাঠিয়ে দিন, কারণ “বারুদ” নবীনর পত্রিকা, “বারুদ”-প্রতিবাদের পত্রিকা ।
* কবিতা, ছড়া, প্রবন্ধ পাঠানো যাবে।
* আপনার ঠিকানা, পরিচয় ও মোবাইল নং দিতে ভুলবেন না।
অথবা ইনবক্স করুন(barud) বারুদ এর গ্রুপে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।