কবিতা: জীবন প্রচ্ছদ
-এম জসীম
কী হবে জীবন দিয়ে, যদি তোমায় না পাই
কী হবে মুঠো ভরে রোদ্দুর জমিয়ে
কী হবে বর্ষা এলে, যদি ভিজে না যাই স্বস্তির জলে।
এই পাস্তুরিত আদর আমি চাইনা
এই হিমায়িত ভালবাসা আমি চাইনা
এই সুনামের বৃষ্টি চাইনা
এই আলোর পোশাক আমি চাইনা।
কেন আঁচল ভরে রেখেছো অজুত অহংকার
কেন ধানের কুটোর মতন অচ্ছুত রেখেছো জীবন
কেন অন্তরের ‘লাওহেমাহফুজে’ আবদ্ধ রেখেছো
যৌবনের রঙিন রিবনে মোড়া অভিধান।
দেখ, মানবতার জেলি আজ ভোরের নাস্তার টেবিলে
জীবন প্রচ্ছদে শোভা পায় মেধাবী মৃত্যু !
উর্বর বির্যের বেলুন আজ নিসঙ্গ-বন্ধ্যা
তবুউদ্যত নবীন আলোর আহবানে
এখনও আমি স্বপ্ন দেখি
ছোট্ট নীড়; ভালবাসার কাবাঘর।
কেউ না জানুক আমিতো জানি
তুমি নতুন ভোর আনতে পারো
তোমার মনের শীতল কলসিতে
জিয়াল মাছের মত বাঁচাতে পারো জীবন !
গায়ের যত মস খুলে দাও আজ
দ্বিধার রোলকলে সাড়া দেওয়ার সময় নয় এখন
নিন্দার নেকাপে মুখ ঢাকবার সময় নয় এখন।
এখন নতুন ভোর আনার সময়
দ্বিধার বাঁধন খুলে দেওয়ার সময়
প্রগতি দুপুর আনার সময়
নশ্বর ক্রিম ছুঁড়ে ফেলার সময়
সুঁতি শাড়িতে আবৃত দেহের
গন্ধ শুঁকে রাত পোহানোর সময়।
তুমি না এলে এই ভোর আমি আনব কীভাবে !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।