আমাদের কথা খুঁজে নিন

   

BTRC : ঢাকা ফোন বন্ধ করে ঘুমিয়ে কেন ?

মাতৃগর্ভে শিশুর প্রথম পদাঘাত মাতৃত্বের প্রথম স্বাদ

লক্ষ লক্ষ গ্রাহকের কী হবে ? BTRC- এর কাছে প্রশ্ন। ঢাকা ফোনের গ্রাহকদের দোষ কী ? BTRC কয়েকটি কম্পানির কার্যক্রম বন্ধ করার পর এক বছর পেরিয়ে গেল। বছরের পর বছর ব্যবসা করার পর কীভাবে একটা কম্পানির কার্যক্রম বন্ধ করা যায় ! কম্পানির কার্যক্রম যদি বেআইনি হয় তবে এত দিন আপনারা কোথায় ছিলেন ? লক্ষ লক্ষ গ্রাহক যখন তাদের কষ্টার্জিত টাকা দিয়ে সংযোগ নিয়েছে তখন আপনারা কম্পানি বন্ধ করে দিলেন গ্রাহদের কথা না ভেবে। আগে করলেন না কেন ? ৮ থেকে ১০ লক্ষ গ্রাহকের ফোন সেট বিকল হয়ে ঘরের কোণে পরে আছে। যন্ত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে।

কয়েক মাস অপেক্ষা করে আবার তারা অন্য কম্পানির সেট কিনেছে। খেটে খাওয়া মানুষের টাকার কি কোন দাম নেই ? লক্ষ লক্ষ মানুষের টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করে কম্পানি বন্ধ করুন। ৫০০০/= টাকা খরচ করে ঢাকা ফোনের দুইটি সংযোগ নিয়েছি; আমাকে কে এই টাকা ফেরত দেবে ? আমার দোষ কী ? কম্পানির দোষ থাকলে তাকে বছরের পর বছর কার্যক্রম চালাতে দেয়া হলো কেন ? আপনাদের চোখের সামনে কয়েক বছর ধরে তারা ব্যবসা চালাচ্ছে। আপনারা কেন ব্যবস্থা নিলেন না। তাহলে সাধারণ জনগণ কিভাবে বুঝবে তাদের ব্যবসা অবৈধ ? যখন গ্রাহক সংখ্যা বেড়ে গেল তখন বন্ধ করা হলো কম্পানির কার্যক্রম।

কম্পানির দোষ থাকলে শাস্তি দিন অপরাধীদের। জনগণকে শাস্তি দেয়ার অধিকার বিটিসিএলকে কে দিয়েছে ? দ্রুত প্রশাসক নিয়োগ দিয়ে কম্পানি চালু করুন। রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠান সেচ্ছাচারী আচরণ করলে সাধারণ মানুষের অধিকার কে প্রতিষ্ঠা করবে ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.