আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারনেট মুল্য সংশোধন করতে আপনার মতামত চাইলো BTRC.

ইন্টারনেট মুল্য সংশোধন করতে আপনার মতামত চাইলো BTRC. ইমেইল করুন ঠিকানায় গ্রাহক স্বার্থ সংরক্ষণে মোবাইল ফোন অপারেটরদের জন্য ইন্টারনেটের দাম কমানোসহ ১৪ দফা নির্দেশনা জারি করতে যাচ্ছে বাংলাদেশটেলিযোগ যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ বিষয়েআগামী ১০ অক্টোবর পর্যন্ত গণশুনানি বা গ্রাহকদের মতামত গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। গত আট বছরে কয়েক ধাপে ইন্টারনেট ব্যান্ডউইডথের মূল্য মেগাবাইটপ্রতি ৭২ হাজার টাকা থেকে আট হাজার টাকায় কমিয়ে আনা হলেও মোবাইল ইন্টারনেট গ্রাহকদের কাছ থেকে সেই আগের মতোই উচ্চ হারে চার্জ আদায় করা হচ্ছে। ২০০৪ সালে মোবাইল ফোন গ্রাহকদেরথেকে ইন্টারনেট সেবার চার্জ আদায় করা হতো প্রতি কিলোবাইটে দশমিক শূন্য ২ পয়সা। আট বছর পর আজও সেই রেট অপরিবর্তিত রয়েছে।

মোবাইল ফোন অপারেটররা তাদের পি-১ প্যাকেজে একই হারে চার্জ আদায় করে যাচ্ছে। এ অবস্থার পরিবর্তনসহ মোবাইল ফোন সেবায় গ্রাহক স্বার্থ সংরক্ষণের স্বার্থেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ই- মেইল ঠিকানায় বিষয়টি সম্পর্কেগ্রাহকদের মতামত পাঠাতে বলা হয়েছে। দয়াকরে আপনারা Email এ নিমকক্ত বিষয় গুলো বর্ণনা করবেন অথবা আপনি Copy করে নিয়ে Email করতে পারেন। এতে করে আমরা সবাই উপকৃত হব।

১. আনলিমিটেড ইন্টারনেট এ কোন FUP (Fare Uses Plan) থাকবেনা। ২. আনলিমিটেড ইন্টারনেট ৫০০টাকা করতে হবে। ৩. ইন্টারনেট প্যাকেজ থেকে ভ্যাট প্রত্যাহার করাতে হবে । ৪. ১জিবি ১০০ টাকা করাতে হবে। ৫. অব্যবহৃত ডাটা পরবর্তী ডাটার সাথে ব্যবহারের সুযোগ প্রদান করাতে হবে ।

৬. ইন্টারনেট স্পীড কমপক্ষে৫১২কেবিপিএস বাধ্যতামুলক করাতে হবে সবাই ফুল স্পীড এইন্টারনেট ব্যবহার করতে পারে। ৭. ভিওআইপি(VOIP) উন্মুক্ত করতে হবে। ৮. মেগাবাইট শেয়ার করার মত ব্যাবস্থা করে দিতে হবে। ৯. Call rate নিজেদের অপারেটরথেকে নিজেদের অপারেটরে রাত-দিন ২৪ ঘন্টা২৫ পয়সা/মিনিট করে দিতে হবে। ১০. অন্যান্য অপারেটর প্রতিমিনিট সর্বচ্য ১ টাকা করতে হবে (১ মিনিট = ১ টাকা)।

১১. ছাত্র/ ছাত্রীদের জন্য বিশেষ ইন্টারনেট প্যাকেজ চালু করতে হবে। মেইল ঠিকানা দুটি: ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.