শত সহস্র স্বপ্নের ফুল, ঝরছে মুকুল হারিয়ে দুকুল , অস্তিত্বের সংকটে রাজশ্রী, যদি জানতে.....
আজো সীমান্তে কাটাতার ছিড়ে, সন্ত্রাস হয়ে মানুষের ভীড়ে , হানাদার সাজি আমরাই রাজশ্রী, যদি জানতে.....
এখানে এখনো উদাসীন হয়ে , মানুষ চলেছে জীবনকে বয়ে, গণতন্ত্রকে গণধষর্ণ করে চলে কিছু লোক......
স্বপ্ন এখানে টিভি পর্দায় , শয়তান জীভ কাটে লজ্জায়, হাল ভাংগা মন হাল ছেড়ে ভাবে যা হবার তাই হোক.......
আজো রাত্রির নিস্তব্ধতা চিরে দিয়ে বলে একি স্বাধীনতা,
সব ঝুট হ্যায় ঝুট হ্যায় রাজশ্রী, যদি জানতে.....
সেখানে আমরা খুজি বিশ্বাস, যেখানে গুহায় হায়নার বাস, ভাংগে বিশ্বাস সেতো অভ্যাস হাজার বছরকার......
চিৎকার করে চাই অধিকার , ভাবি না আমরা কে দাবিদার, কোন সভ্যতা প্রজনন করি, কি আমার দায়ভার......
আজো ধর্মকে করতে ধারণ, রাম রহিমের সন্ধি বারণ নির্দেশ করি আমরাই রাজশ্রী, যদি জানতে.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।