অনুভুতিহীন জীবনের অপেক্ষায়... http://www.raatmojur.com/
কে কার আপনজন
বিশ্বাসে দুষন
লালসা-প্রেম মিলেমিশে একাকার
ফুসফুসে নিকোটিন
জমা হয় প্রতিদিন
চোখের সামনে খোলা নরকের দ্বার।
কত সহস্র স্বপ্নের ফুল
ঝরেছে মুকুলে হারিয়ে দু'কুল
অস্তিত্বের সংকটে রাজশ্রী
যদি জানতে!
আজো সীমান্তে কাঁটাতার ছিঁড়ে
সন্ত্রাস হয়ে মানুষের ভীড়ে
হানাদার সাজি আমরাই, রাজশ্রী
যদি জানতে!
এখানে এখন উদাসীন হয়ে
মানুষ চলেছে জীবনকে বয়ে
গনতন্ত্রকে গনধর্ষন করে চলে কিছু লোক।
স্বপ্ন এখানে টিভি পর্দায়
শয়তান জিভ কাটে লজ্জায়
হাল ভাঙা মন হাল ছেড়ে ভাবে যা হবার তাই হোক!
আজো রাত্রীর নিস্তব্ধতা,
আজো রাত্রীর নিস্তব্ধতা চিরে দিয়ে বলে মেকী স্বাধীনতা
সাব ঝুট হ্যায়, ঝুট হ্যায় রাজশ্রী,
যদি জানতে!
সেখানে আমরা খুঁজি বিশ্বাস
যেখানে গুহায় হায়েনার বাস
ভাঙে বিশ্বাস সে তো অভ্যাস হাজার বছরকার!
চীৎকার করে চাই অধিকার
ভাবিনা আমরা কি দাবীদার?
কোন সভ্যতা প্রজনন করি কি আমার দায়ভার?
আজো ধর্মকে করতে ধারন,
রাম-রহিমের সন্ধি বারন -
নির্দেশ করি আমরাই, রাজশ্রী!
যদি জানতে!
আজো সীমান্তে কাঁটাতার ছিঁড়ে
সন্ত্রাস হয়ে মানুষের ভীড়ে
হানাদার সাজি আমরাই, রাজশ্রী
যদি জানতে!
ডাউনলোড : ৪ মেগাবাইট
মূল : আমার সাইট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।