আমাদের কথা খুঁজে নিন

   

নির্ভুল বানান শেখাবে কলম

আমি অনেক কিছু সাহস করে বলতে চেয়ে ও বলতে পারি না যখন দেখি আমার পাশের মানুষ গুলো পিছু হটে যায়... যখন দেখি সবাই নিজেকে নিয়ে অনেক বেশি ভাবে,তাই আমি ও কিছু বলতে চাই আমার প্রিয় ব্লগে... সজোরে আওয়াজ তুলতে চাই আমার ভালো লাগা লেখনি দিয়ে। রাজিব সামির............... লিখতে গিয়ে কম-বেশি প্রায় সবাই বানান ভুল করে। জটিল সব বানান মনে রাখতে গিয়ে কোমলমতি শিশুদের তো রীতিমতো গলদঘর্ম হতে হয়। এ সমস্যা থেকে সবাইকে রেহাই দিতে জার্মানির লার্নস্টিফট নামের একটি প্রতিষ্ঠান একটি কলমের প্রযুক্তি উদ্ভাবন করেছে। কলমটি বাজারে আসতে আরও কিছুদিন দেরি হবে।

লেখার সময় যদি বানান বা ব্যাকরণগত কোনো ভুল হয়, তাহলে কলমটি কেঁপে উঠে সতর্ক করে দেবে। এ ছাড়া কারও হাতের লেখা পাঠের অনুপযোগী হলেও কলমটি আগে থেকে জানিয়ে দেবে। লার্নস্টিফট কর্তৃপক্ষ জানায়, শব্দের গঠনপদ্ধতি বোঝার উপযোগী করেই কলমটি তৈরি করা হয়েছে। ফলে বানান লেখার সময় অক্ষরবিন্যাসে কোনো সমস্যা হলেই কলমটি শনাক্ত করতে পারবে এবং সংকেত দেবে। ভাষা ও বানানের ক্ষেত্রে এ কলম অনেকটা শিক্ষকের ভূমিকা পালন করবে।

টেলিগ্রাফ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.