আমাদের কথা খুঁজে নিন

   

মাথা তবু হেট হয়ে রয়

আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল

হয়তো আমি বহুজাতিক টেবিল রথে যোতা, হয়তো মাথা কর্প-চাকরের মাথার মত ভোতা, হয়তো ভয়ে কৈফিয়তের কাটে রাত আর দিন, বুকে তবু শ্রমিক দায়ে অধিকারের ঋণ। দেশটা জানি বেতন বেড়ে, পাল্লা যাবে হেরে, পোশাক মজুর বাড়তি নিলে, বাজার নেবে কেড়ে, থাকাখাওয়ার খরচাপাতি, লম্ফ দেবে দারুণ! হৃদয় মাঝে মুখ শাহিনার, তাকিয়ে যে করুণ? এগিয়ে যাওয়ার সময় এখন, খরচাপাতি কেটে, একটু খানেক কষ্ট করুক, দিনরাত ওরা খেটে, এত অবুঝ হলে কেমন, উন্নত হয় দেশ? অনাথ শিশুর শূন্য চোখে কাটাও তবে রেশ। নতুন আইনে, ইউনিয়নে, ইঙ্গিত অস্থিরতার আইএলওর পাতা ফাঁদে, পা ফেঁসে যায় বগার, এক লাখে, একটা জীবন কে নেবে কে নেবে? চুপ করে থাক চড়া দামে অর্ডার কে দেবে? গাড়ি হাঁকাই, শ্রমিক টোকাই, হুররর হাট হাট সর? অর্থনীতি এগিয়ে চলুক, চিপায় গিয়া মর! গাড়িও চাই, বাড়িও চাই, মাছ-ভাত চাই পাতে, বিনিময়ে শ্রমিক লহু মাখতে হবে হাতে? জানি কত দীপ্ত, মধুর, দেশের ভবিষ্যৎ, বিনিময়ে তার অধিকার পিটিয়ে হবে রদ? এসির হাওয়ায় ছন্দ আছে, চেয়ার রিভলভিং, কিন্তু মাথায় শ্রমিক বোনের, কষ্ট মাখা দিন। চাই সু-গদি, খাই না আতপ, লাগে অনঘ বাস, এর বদলে মজুর হাড়ে পুষ্টি বাগায় ঘাস? চাই না আহা চাই না এমন, দেখ না যাচাই করে, এখন আছে, হয়ত খাব, গোল পেটটা ভরে! রাজি কি নই বিলিয়ে দিতে, আরাম ভোগ আর বিলাস? যদি ওজন বাটখারাটায়, থেঁতলে যাওয়া লাশ? এসির হাওয়ায় গন্ধ লাগে, গদির নিচে পাথর, লজ্জা লাগে ঘুমাতে গেলে, বদ্ধ ঘরে নিথর। হয়ত চলি বুক চেতিয়ে, গলায় উড়াই টাই, মাথা তবু হেট হয়ে রয়, বুকে মজুর ভাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.