ঘাস নেই এই শহরে
বাইচ্যা থাকতে আর কুনুদিন মিরপুরে খেলা দেখতে যামু না।
বাংলাদেশ-জিম্বাবুয়ে ৪র্থ ম্যাচ ছিল, শের-ই-বাংলা স্টেডিয়ামের ১ম ম্যাচ। সকাল ৭টা থিকা লাইন ধইরা দাড়াইয়া আছি। লাইনের শুরু কই আর শ্যাষ কই বুঝা যায় না। আর আমি যে লাইনের কুন শাখা-উপশাখায় আছি বুঝবার পারতাছি না।
গেট খোলার কথা ৮ টায়। গেট খুলছে ৯টায়।
ঢুকতে ঢুকতে ১০টা বাজছে। খেলা ৬ ওভার শ্যাষ(উদবোধনী অনুষ্ঠান শ্যাষ), মিজাজ টা পুরা বিলা হইয়া গেছিলো।
দুপুরে খাইতে গিয়া দেখি সেইখানে আর এক লাইন।
বার্গার ৫০ টাকা, হাফ লিটার কোক ৫০ টাকা। /#
৫০ টাকার জিনিশ ১০০ টাকা দিয়া খাইলাম। বার্গার টা মনে হয় ৩ দিনের পুরান
বসছি আবার পশ্চিম গ্যালারিতে। সুয্যিমামা সারাটা দিন আমারে ভাইটামিন-ডি খাওয়াইলো।
ভাইটামিনের ঠ্যালায় আমি তওবা করলাম আর কুনু দিন শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা দেখবার যামু না।
তারচে বাসায় বইস্যা খেলা দেখা অনেক আরাম।
আর আমি তো হলে থাকি। আমার আর স্টেডিয়ামে যাওয়ার দরকার নাই। হলে সবাই একসাথে খেলা দেখব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।