জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত আটটি দলের অংশগ্রহণে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট আজ ১৭ সেপ্টেম্বর কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শুরু হচ্ছে। প্রথমবারের মতো আয়োজিত এ টূর্ণামেন্টে ঢাকা, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, খুলনা, কুমিল্লা, নারায়নগঞ্জ ও স্বাগতিক কক্সবাজার জেলা দলসহ ৮টি দল অংশ নিচ্ছে। আজ সকাল ৯টায় উদ্বোধনী ম্যাচে নবীন সংঘ প্রতিপক্ষ টাঙ্গাইল জেলা দলের মুখোমুখি হবে। দুপুর ১ টায় স্বাগতিক কক্স কিং -গেট দুনিয়ার বিরুদ্ধে মাঠে নামবে। ১৬-২৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এ টূর্ণামেন্টে আটটি দল দু’টি গ্রুপে ভাগ হয়ে একে অপরের বিরুদ্ধে খেলবে।
এদিকে কক্সবাজারে ১ম বারের মতো অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় হোটেল মিশুকের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। আয়োজক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ নুরুল বাসির, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও দৈনিক আজকের কক্সবাজার সম্পাদক মুজিবুর রহমান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আবদুল খালেক। বক্তব্য রাখেন, ডিএস এ সহ-সভাপতি জসিম উদ্দিন, ডিএফএ সভাপতি এম জাহেদ উল্লাহ, নারী নেত্রী আয়েশা সিরাজ, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, কক্সবাজার জেলা শাখার আহবায়ক এম আর মাহবুব। ডিএসএ’র ক্রিকেট সম্পাদক ও পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্ণামেন্টের সমন্বয়কারী ক্রিকেটার সম্পদ। জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজারের ক্রীড়া সাংবাদিক ও শিল্পীদের আয়োজক কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শেষান্তে সী-কক্স ব্যান্ড গ্রুপ ও কক্সবাজারের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।