কোন এক নিঝুম রাতে ঝাউবনে চাঁদের আলো গান গেয়ে যায় একটি ছেলে একরাশ বেদনা বুকে নিয়ে তার সেই গান তো কেউ শুনে না হতাশার কথা তো কেউ জানে না তবুও তার আশার প্রদীপ তো নিভে না যদি ফিরে পায় সে হারান অতীত কোন এক নিঝুম রাতে জীবনের অপর একপ্রান্তে বসে থাকে একটি মেয়ে ছে ছোটবেলা থেকেই ক্রিকেট অনেক পছন্দ করতাম। ভাইএর সাথে ক্রিকেট খেলা,রাত ৩ টার সময় খেলা দেখা,ভাই যখন খেলা দেখতে ঢাকা আসত তখন অপেক্ষা করা কখন ভাই ক্রিকেটারদের অটোগ্রাফ এনে হাতে দিবে এসব কথা আজো মনে পরে। আমার কাছে আমার ছোটবেলার একটা ডায়েরি এখনও আছে ্যেটা শুধু ক্রিকেটারদের স্টীকারে ভরা। মিরপুরে যখন স্টেডিয়াম হয় তখন থেকেই খুব ইচ্ছা মাঠে গিয়ে খেলা দেখার।
প্রথম যেদিন খেলা দেখতে যাই তা ছিলো বাংলাদেশ আর ভারত এর ম্যাচ।
সব ক্রিকেটারদের একসাথে লাইভ দেখলাম সাথে সৌরভ,শচীন ফ্রী। আরো ফ্রী আছে তা হল ২বার ফুটেজ পাইলাম খুশিআর দেখে কে? এই খুশিতে পরের দিন আবারো গেলাম। সেদিন একবার মাত্র ফুটেজ পাইলাম সাথে ফ্রী পাইলাম সাত দিনের জ্ব্ব্ব্বর
এরপর যে ম্যাচ দেখলাম সেটা ছিলো বিডি আর নিউজিল্যান্ডের । খুবই হতাশ হইলাম কারন দূর থেকে ভেট্টরি কে ছারা র কাউরে চিনতে পারলাম না
এরপর আসলো এশিয়া কাপ । প্রথম দিনের টিকেট পেয়ে গেলাম।
আগের দিন ছিল বোনের বিয়ে । বাসা ভরা মেহমান। সবাই আড় চোঁখে তাকায় মেয়ে মানুষ খেলা দেখতে যাবে তাও রাতে ছোট বোন ভয়ে বলল যাবে ন আমি বললাম তুই থাক আমি যাই । করলামও তাই এক কাজিনকে নিয়ে চলে গেলাম। যদিও মনে মনে ভয় পাইছিলাম
এরপর যে ম্যাচ দেখলাম সেটা হচ্ছে উইন্ডিজ আর বিডির শাহারা কাপ এর ৮ তারিখের ম্যাচ।
ভাইয়া অনেক কষ্টে ৩টা টিকেট এনে দিল। এবার বাসায় গেস্ট নাই ফুল অন প্রিপারেশন নিলাম দুই বোন আর মামতো ভাই গেলাম। জীবনে যতো খেলা দেখছি এই খেলাটা দেখে সব থেকে বেশি মজা পাইছি ৪ বার ফুটেজ পাইছি নাসির এর আই কনট্যাক্ট পাইছি আর শেষে পেলাম জিতা ম্যাচ হারার বেদনা আরো ফ্রি পাইলাম কসমেটিক্স হারানোর বেদনা। প্রাইম মিনিস্টার আসার জন্য ব্যাগ থেকে সব কিছু রেখে দিছিলো ্যা আর পাওয়া যায় নাই তবে অনেক ফোন পাইছি সবার ১ টাই কথা আরে তোমাদের টিভি তে দেখছি
যাই হোক এখন বিপিএল চলতেছে । দেখি কি করা যায়
বিঃ দ্রঃ লেখার কিছুই পাই না তাই আজাইরা বক বক করলাম।
আর লেখার মাঝে ভুল হতেই পারে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।