আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ

জিএস৭০ নামে বিশ্বের সবচেয়ে পাতলা ১৭ ইঞ্চি মাপের ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে তাইওয়ানের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রো-স্টার ইন্টারন্যাশনাল বা এমএসআই। ৫ আগস্ট গেম খেলার উপযোগী বিশেষ এ হালকা-পাতলা ল্যাপটপ আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে পিসি ম্যাগ।
জিএস৭০ নামের লাপটপটিতে রয়েছে ইনটেলের চতুর্থ প্রজন্মের কোর আই ৭ প্রসেসর, এনভিডিয়ার  জিফোর্স জিটিএক্স ৭৬৫ এম গ্রাফিকসসহ ব্যাকলিট কিবোর্ড। অ্যালুমিনিয়ামের কাঠামোর এ ল্যাপটপটি মাত্র দশমিক ৮৫ ইঞ্চি পুরু এবং ওজনে মাত্র পাঁচ দশমিক সাত পাউন্ড।


১৭ ইঞ্চি এইচডি ডিসপ্লেযুক্ত ল্যাপটপটিতে এইচডিটিভি রেজুলেশন মানের ভিডিও দেখা যায়। উন্নত ওয়েবক্যাম, ইউএসবি ৩.০ পোর্ট ছাড়াও এতে রয়েছে এক টেরাবাইট তথ্য সংরক্ষণ সুবিধা।
দুটি মডেলে বাজারে পাওয়া যাবে জিএস৭০ মডেলের এ ল্যাপটপ। দাম পড়বে যথাক্রমে দুই হাজার মার্কিন ডলার ও এক হাজার ৭০০ মার্কিন ডলার।
চলতি বছরের মে মাস পর্যন্ত বিশ্বের সবচেয়ে হালকা ল্যাপটপ ছিল ‘রেজর ব্লেড’।

দুই হাজার ৩০০ মার্কিন ডলার দামের রেজর ব্লেডের তুলনায় জিএস৭০-এর পুরুত্ব দশমিক শুন্য তিন ইঞ্চি কম। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.