আমাদের কথা খুঁজে নিন

   

মনটা খারাপ হয়ে গেল

No more will my green sea go turn a deeper blue I could not foresee this thing happening to you

আজ ক্রিসমাস,যদিও আমার জন্য আর একটা সাধারণ দিনের মতই কিন্তু আসেপাশে তাকালে অনেকটা দেশের ঈদ ঈদ আমেজের কথা মনে পরে যায় ৷ বাইরে বেশ ভালই ঠান্ডা,এরই মধ্যে বের হলে দেখা হয় আমার নেইবার জনের সাথে ৷ আমার থেকে বয়সে বেশ বড় হলেও আমার সাথে তার বেশ ভালই সম্পর্ক ৷ খুবই মজার একটা মানুষ,সবসময়ই হাস্যজ্বল কিন্তু আজ কেমন যেন লাগছে চোখে স্পষ্ঠ সারারাত জাগার ছাপ ৷ কথা বলতেই বুঝলাম প্রচুর িড্ৰঙ্ক করেছে যদিও তাদের জন্য এটা অস্বাভাবিক কিছুই না ৷ক্রিসমাসের উইশ করে যখন জিগ্গেস করলাম কেমন যাচ্ছে দিন উত্তরে বলল ওয়ার্স্ট ক্রিসমাস ইন মাই লাইফ ! আমি কিছু জিগ্গেস করতে যাব তার আগেই বলল,ডোনা এন্ড আই ব্রোক আপ লাস্ট নাইট ! আমি চরমভাবে শকড;ভাঙ্গা ভাঙ্গি এখানে তেমন কোনো ব্যাপার না গত দুমাসে আমার পাশেরই পরিচিত দুটো ইন্ডিয়ান,একটা পাকি আর একটা গ্রিকের সেপারেশনের কথা জানি কিন্তু ক্রিসমাসের আগের রাতে কারো ব্রেক আপ হতে পারে আমার ধারণা ছিল না ৷ এ ধরনের অকেসনে সে সাধারণত আমাকে তার বাসায় যেতে বলে,বুঝতে পারলাম কাল থেকে কেন এখনো পর্যন্ত সে আমাকে কোনো ফোন করেনি ৷ মনে পড়ল তার কিউট দুটো বাচ্চা ডেমিয়েন আর ক্রিস্টিনার কথা,এই পিচ্চি দুটোর অবস্থা চিন্তা করে আরো বেশি খারাপ লাগলো ৷ তাকে যে আমি কি বলব সেটাও ঠিক বুঝে উঠতে পারছিলাম না ৷ একনাগারে অনেক কিছুই বলে গেল,শেষে বলল ক্রিসমাসের গিফটগুলো যেমন প্যাক করা ছিল তেমন অবস্থায়ই আছে ৷ চুপচাপ সব শুনেই গেলাম কিছু বলে সান্তনা দিতে না পারার অক্ষমতা নিয়ে ৷ এমন কেন যে হয় বুঝতে পারি না,অন্তত বাচ্চাদের কথা ভেবেও কি একটা দিনের জন্য কষ্ট সহ্য করা যায় না !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।