আমাদের কথা খুঁজে নিন

   

বোরখার আশ্রয় নিয়ে কেহ বোমা মারলে সেটা কি বোরখার দোষ?? (কতিপয় ব্লগারের জবাব চাই)

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

সাম্প্রতিক এক ব্লগারের পোষ্টের জবাব। কোন বেটা ছেলে যদি বোমা ফাটায় আর মেয়েছেলেরা যদি বলে সমস্ত বেটাছেলেরা বোমা বাজ, আবার কোন মেয়েছেলে যদি বোমা মারে আর সমস্ত বেটা ছেলেরা যদি বলে সমস্ত মেয়েছেলেরা বোমা বাজ, তা হলে বিষয় টা কতই না হাসির হয়ে যায়!!! একজন কিংবা কিছু সংখ্যক মহীলারা যদি বোরখার সাহায্যে বোমা বহন করে আর তাতেই যদি সারা বিশ্বের মুসলীম নারীর ঐতিহ্য নিষিদ্ধ করতে চাওয়া হয় তাহা হলে সেটা কে কি বলেই বা মন্তব্য করা যায়। আমরা দেখি সারা বিশ্বে অধিকাংশ বোমা বহন করা হয় গাড়ীর মাধ্যমে, গড়ীতে লুকিয়ে, তাহলে ত আমাদের উচিৎ বিশ্বের বুক থেকে গাড়ী উঠিয়ে দেয়া!! যেই মহিলা বোরখার ভিতর বোমা বহন করেছেন তিনি নিশ্চই বোরখার নিচে খালি হতে করে বোমা বয়ে নেন নি, তিনি অবশ্যই কোন ব্যাগে কিংবা কার্টুনে করে বোমা বহন করেছেন, তা হলে আমাদের উচিৎ বিশ্বের বুক থেকে সমস্ত ব্যাগ এবং ব্যাগ জাতীয় বস্ত উঠিয়ে দেয়া। ঐ বোমাও হয়ত মহিলা নিজে তৈরী করেন নি কোন বিজ্ঞানী কিংবা ইন্জিনিয়ার তৈরী করেছেন, তাহলে ত প্রথমে উচিৎ বিশ্বের বুক থেকে সমস্ত ইন্জিনিয়ার/বিজ্ঞানীদের মেরে ফেলা। আবার কোন বিজ্ঞানী/ইন্জিনিয়ার জন্ম থেকেই কোন কিছু শিখে আসে নি, সে স্কুল কলেজে কিংবা মাদ্রাসায় শিখেছে কিভাবে বোমা তৈরী করতে হয়, কিভাবে কেমিকেল তৈরী করতে হয়, তাই যদি সত্যিই হয় তাহলে ত বিশ্বের বুক থেকে স্কুল কলেজ মাদ্রাসা উঠিয়ে দেয়া!!! আপনারা কি একবারও ভাবলেন না যে, ২/৪ মহীলা বোরখা পরে ১০/২০ জন মানুষ হত্যা করল কিন্তু এই বোরখার কারণেই আবার লক্ষ লক্ষ মহীলারা দুনিয়ার সমস্ত গন্ডগোল ঝগড়া বিবাদ কলহ থেকে দুরে থাকল, সমাজটাকে আরো সুন্দর করল!!!! না কি এটা ভাবার সময় পান নি?? যারা বোমা মারে তারা বিক্রিত মস্তিস্কের অধিকারী, এটা আমার কথা নয় সমস্ত মোসলীম নেতাদের কথা। সে পাকিস্থানী হোক, বাংলাদেশী হিক, সৌদিয়ান হোক কিংবা আমেরিকান হোক? পাকিস্থানে প্রতিদিন বোমা ফাটছে কই এত দিন ত আপনাদের পোষ্ট দেখলাম না, আজ বোরখা পরে বোমা মেরেছে তাতেই আপনাদের পাকিস্থানীদের জন্য দরদ উঠলে উঠছে??? ধর্ম সমন্ধে কিছু মানুযের এলার্জী হয়ে গেছে, তাদের দ্রুত চিকিৎসালয় যাওয়া উচিৎ তা না হলে সমাজকে নষ্ট করে দিবে। আপনি মোহাম্মদ (স.) নাম যেই ভংগিতে উচ্চারন করেছেন দোয়া করি মানুষ আপনার নাম ও আপনার বাবার নাম তার চেয়েও সম্মানের সাথে উচ্চারণ করুক। বোরখার সাথে কেন পাকি/জামাতদের এক করেন?? আমার দুঃখঃ-- যিনি পোষ্ট দিয়েছেন দিয়েছেন, কিন্তু তাকে এতগুলো মানুষ প্লাস দিয়ে কি ভাবে সমর্থ করল??

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।