আমাদের কথা খুঁজে নিন

   

বোরখার বিরুদব্দে কথা বলে রোষানলে শাবানা আজমি

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

বারখা বিতর্কে জড়িয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী শাবানা আজমি। তার বিরুদব্দে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের মুসলিম মৌলবাদীরা। বৃহসঙ্তিবার ব্রিটেনের হাউস অব কমন্সে এক অনুষ্ঠানে গাল্পব্দী পুরস্ট্কারে ভূষিত করা হয় তাকে। সেখানে বোরখা নিয়ে নিজের অভিমত জানাতে গিয়ে তিনি বলেছিলেন, কোরআনে মেয়েদের শরীর ঢাকার জন্য পোশাক পরতে বলা হয়েছে; কিন্তু কোথাও বাধ্যতামহৃলকভাবে মুখ ঢাকার কথা বলা হয়নি।

তার এই মনস্নব্যে ক্ষুব্ধ দিল্কি্নর জামে মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি ইসলাম সমঙ্র্কে শাবানার জ্ঞানের পরিধি, এমনকি তার ধর্মীয় পরিচিতি নিয়েই প্রশম্ন তুলেছেন। ইমামের বক্তব্য, 'উনি তো মুসলিমই নন। ওকে কোরআন ব্যাখ্যার ভার কে দিয়েছে? উনি নাচ-গান করে মনোরঞ্জন করেন। মহৃলধারার মুসলিমদের ধ্যান-ধারণা ওঁর কতটুকু জানা? মুসলিম মহিলাদের উনি কোন অধিকারে পথভ্রষদ্ব করেন?' বুখারির দাবি, কোরআনের 18 ও 22 অনুচ্ছেদে বোরখায় মুখ ঢাকার কথা পরিষ্ফ্কার লেখা রয়েছে। লক্ষেষ্টৗয়ের ঐতিহাসিক তিলেওয়ালি মসজিদের ইমাম তথা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল' বোর্ডের নেতা মাওলানা খালিদ রশিদ ফিরঙ্গিমহলি শাবানার কড়া সমালোচনা করে বলেন, 'দেশে কিছু মুসলিম ভাবছেন, পবিত্র কোরআনের শিক্ষা ও অনুশাসনের বিরুদব্দে কথা বললেই তারা বিশাল আধুনিক হয়ে যাবেন।

এটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে!'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।