আমাদের কথা খুঁজে নিন

   

বোরখার অবমাননা আর ইসলাম



বোরখা নিয়ে ইসলামে কি বলা হয়েছে সে তর্কে আমি যেতে চাইনা। কিন্তু বোরখা পরা নিয়ে কিছু কথা না বললেই নয়। বোরখা পরা মহিলা দেখলে আমরা আলাদা সম্মানের চোখে দেখি। কেননা বোরখা ধার্মিকতার বহিপ্রকাশ। কিন্তু দিন বদলের সাথে সাথে এখন সেটা ফ্যাশন হয়ে দাড়িয়েছে।

আমার কয়েকজন বন্ধুকে জানি তারা তাদের বোরখা পরা মেয়েবন্ধুকে নিয়ে চাইনিজে যায়। তাদের সাথে চাইনিজের স্বল্প আলোতে কি কুকর্ম করেছে পরে তা বলে বীরদর্পে। এছাড়া ও প্রফেশনাল সেক্স ওয়াকারদের ও অনেক মার্কেটের সামনে বোরখা পরা অবস্থায় দেখা যায়। মিডল ইষ্টে বোরখা একটা আমাদের সালোয়ার কামিজ,শাড়ীর মতই মহিলাদের পোশাক। শেখের বউরা বোরখা পরে বার কিংবা পাবে যায়।

ঠিক যেমনটি ইউরোপের মহিলা ঠান্ডার দিনে কোট গায়ে দিয়ে বারে অথবা পাবে যায়। ঢুকেই কোট খুলে রাখে আর বেরিয়ে পড়ে তাদের অধনগ্ন প্রচলিত পোশাক। ইষ্ট লন্ডনেও অনেক বোরখা পরা মেয়েদের দেখেছি যারা বয়ফ্রেন্ডকে নিয়ে পার্কে চুমু খেতে ব্যস্ত। এসব বোরখধারীদের জন্য অনেক সত্যিকার ধার্মিক বোরখা পরা মহিলা অনেক সমস্যা সম্মুখীন হন। কোনটা আসল বোরখাধারী ধার্মিক আর কোনটা ধর্মের লেবাসধারী চেনা কঠিন হয়ে পড়েছে।

ইসলাম ধর্মধারী মহিলাদের উপর বিধমর্ী মহিলাদের আস্থা উঠে যাচ্ছে। সারা বিশ্বে মুসলমানদের অধিকাংশরই এখন ইসলামি পোশাকটাই রয়েছে , ইসলাম নেই অন্তরে। (বিদ্র: এই ছবিটা আস্তলাভারের পোষ্ট থেকে নেয়া তার অনুমতি ছাড়াই। আমার পোষ্টের জন্য এর চাইতে উপযুক্ত ছবি পেলাম না। ধন্যবাদ আস্তলাভার।

)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।