আমাদের কথা খুঁজে নিন

   

‘কংগ্রেস বোরখার নিচে লুকিয়ে থাকে’

রোববার পুনেতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্বাচনী প্রচারণা কমিটি প্রধানের দায়িত্ব গ্রহণের পর প্রথম জনসভায় দেয়া ভাষণে গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি এসব কথা বলেন বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে। এ সময় জনসভায় উপস্থিত প্রায় ২০ হাজার সমর্থকের সামনে প্রবল আক্রমণাত্মক ভাষায় ক্ষমতাসীন কংগ্রেস পার্টি ও সরকারের কঠোর সমালোচনা করেন মোদি । কংগ্রেসের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, “ক্ষমতায় আসার পর কংগ্রেস তার দেয়া প্রতিশ্রুতি ভুলে গেছে। কোনো প্রতিদান ছাড়াই জনগণের কাছ থেকে তারা শুধু নিয়ে চলছে। আমি দিল্লির সরকারকে চ্যালেঞ্জ জানাচ্ছি, ক্ষমতায় এনডিএ’র ছয় বছরের সঙ্গে আপনাদের ইউপিএ’র ১০ বছরের তুলনা করুন, মোকাবিলা হয়ে যাক।

” “কংগ্রেস একটি প্রজ্ঞাপন জারি করার (খাদ্য নিরাপত্তা সংক্রান্ত) সিদ্ধান্ত নিয়েছে কারণ কংগ্রেস তার মিত্রদের বিশ্বাস করে না। তারা শুধু কৃতিত্ব নেয়ার চেষ্টা করে আর কৃতিত্ব থেকে মিত্রদের বঞ্চিত করার চেষ্টা করে,” উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন মোদি। গরিবি হটানোর কথা বলে জনগণের সঙ্গে কংগ্রেস প্রতারণা করছে বলেও অভিযোগ করে তিনি বলেন, “তারা গরিবকে আরো গরিব বানিয়েছে। তাদের রাজপুত্র গরিবদের বাড়িতে যেয়ে পর্ণ কুটিরে রাত কাটায়। তিনি তার পূর্বপুরুষদের কাজের পুনারাবৃত্তি করছেন।

” রুপির দরপতন ও ভারতের চলমান অর্থনীতির দূরাবস্থার জন্য সরকারের সমালোচনা করে তিনি বলেন, “ভারতের প্রধানমন্ত্রী একজন অর্থনীতিবিদ, তারপরও ভারতের অর্থনীতির এই খারাপ অবস্থা। খুব বেশি দেরি নেই, ডলারের দর অর্থমন্ত্রীর বয়স ছুঁয়ে ফেলবে। ” জনসভায় একের পর এক বক্তা মোদিকে ভারতের ভবিষৎ প্রধানমন্ত্রী বলে অভিহিত করেন। কিন্তু অন্যান্য দলগুলো গুজরাটের মুখ্যমন্ত্রির বিরোধিতা করেই যাচ্ছে। ২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় তার নির্বিকার ভূমিকাই তাকে বিতর্কিত করে তুলেছে।

সোমবার বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী মোদির বক্তব্যের সমালোচনা করে বলেন, “আমার দল গুজেরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া উদাহরণের তীব্র নিন্দা জানাচ্ছে। তার উচিত ভাল করে ভারতীয় সংবিধান পাঠ করা, কারণ ভারতীয় সংবিধানের ভিত্তি সেক্যুলারিজম, হিন্দুত্ববাদ না। ”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.