আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার জরিপ-৪। আজকের প্রশ্ন, বঙ্গবন্ধুর সমাধি থেকে ক্ষমা চেয়ে বিএনপিকে আবার রাজনীতি শুরু করতে বলেছেন সুরঞ্জিত, তার এই বক্তব্যের সাথে আপনি কী একমত ?

আশ্বাস দেওয়া রাজনীতিবিদ কিংবা রাষ্ট্রপ্রধানদের রাজনীতিক মিথ্যাচারের আরেক নাম।

আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন,বিএনপি সংসদে না এসে তারা গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র করছে। আর জাতির বিরুদ্ধে গিয়ে বিএনপি এখন মহা সংকটেও পড়েছে। এই সংকট থেকে বের হতে হলে বিএনপিকে টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর সমাধি থেকে ক্ষমা চেয়ে আবার রাজনীতি শুরু করতে হবে। সুরঞ্জিত সেনগুপ্তের এই বক্তব্যের সাথে আপনি কী একমত ? হ্যাঁ না মন্তব্য নেই ------------------------ গত পর্বের ফলাফল গত পর্বের প্রশ্ন ছিল, টিআইবির প্রতিবেদন ষড়যন্ত্র, আইন প্রতিমন্ত্রীর এ বক্তব্যের সাথে আপনি কী একমত ? (১) ভালবাসাকারেকয়, বলেছেন: না (২) জানপরী, বলেছেন: না (৩) এস.বি.আলী, বলেছেন: না (৪) সািকল খান, বলেছেন: না (৫) আলআমীন, নব্বই বলেছেন: না (৬) সান্টু, বলেছেন: না (৭) আন্ডা মিয়া, বলেছেন: না (৮) অবাঞ্চিত, আমি বলেছেন: না (৯) রিমন০০৭, বলেছেন: না (১০) ভয়, বলেছেন: না (১১) ডিজিটাল সময়, বলেছেন: না (১২) মনে নাই, বলেছেন: না ব্লগার জরিপে অংশ নিয়ে আপনাদের মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সবাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.