আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের যেকোন দেশের সময় জানুন মুহুর্তেই!!!!(এমন ঘড়ি আর পাবেন না)

সফটওয়্যারের সকল আপডেটেড ডাউনলোড লিঙ্ক পাবেন আমার সাইটে। www.hasanjubair.com

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমাদের অনেক সময় অন্য কোন দেশের সময় জানা লাগে। আমাদের অনেকের আত্মীয় বা বন্ধু-বান্ধব বিদেশে থাকার কারনে মাঝে মাঝে ঐ দেশের সময় জানা লাগে। এছাড়াও ব্যবসায়ের কাজেও সময় জানা লাগে।

তাই এই সময় জানাকে আরও সহজ এবং কাজের করে দেয়ার জন্য আমার আজকের পোস্ট। আজকে আমি যে ঘড়ির কথা জানাবো তার নাম হলো Sharp World Clock। Sharp World Clock এর ফিচারঃ * আনলিমিটেড ডিজিটাল,এনালগ বা উভয় মিলানো ঘড়ি। * সম্পূর্ন কাষ্টমাইজ কালার এবং স্কিন। * ওয়ার্ল্ড ম্যাপ সাথে পৃথিবীর চিত্র।

* প্রত্যেক দেশের পতাকা সহ ডিসপ্লে। * সূর্যউদয়,সূর্যাস্ত, পুর্নিমা,অমবশ্যা আপডেট জানা যাবে নেট ছাড়াই। * Mp3 সহ এলার্ম এর ব্যবস্থা। * নোটস সহ ক্যালেনডারের সুবিধা। * এছাড়াও আরও অনেক কিছু!!!!!!! Windows 2000 / Server 2003 / XP / Vista / 7 XP তে .Net framework 2.0 ইন্সটল করা থাকতে হবে।

পাবেন এখানে ডাউনলোড লিঙ্কঃ Sharp World Clock 4.6 এটি মাত্র 4MB। Full version করবেন যেভাবেঃ * প্রথমে ফাইলটি আনজিপ করুন। * ইন্সটল করার পর ট্রে আইকনে রাইট ক্লিক করে Activate এ ক্লিক করুন। * এরপর অফলাইনে ক্লিক করে একটা কোড পাবেন। * এখন যে কীজেন ফাইলটা আছে তা ওপেন করুন।

* Product List থেকে Sharp World Clock v4.x সিলেক্ট করুন। * আগের ঐ কোডটা প্রথম ঘরে বসান। * তারপর generate বাটনে ক্লিক করুন। * ব্যস এখন পেয়ে যাবেন সিরিয়াল কী। * যেটা Activate এর অফলাইনের বক্সে বসিয়ে দিন।

Enjoy!!!!! আশা করি সবার কাজে আসবে। ধন্যবাদ সবাইকে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.