ধুর
কুরবানীর ঈদের সময় দেখলাম কিছু পশু প্রেমী ভাইরা গরু এবং ছাগল হত্যা (কুরবানী) কে ইচ্ছা মত ধুইলেন। অনেকে মন্তব্য করলেন, "উৎসবের জন্য যে কোন পশু হত্যাই খারাপ"।
আমি আজকে ব্লগে ভয়তে ভয়তে ঢুকলাম যে আবার না জানি কোন শুকর এবং টার্কি প্রেমীর পোষ্ট দেখতে হয়।
যাই হোক আশার বাণী হল একটাও পোষ্ট পেলাম না।
ওহ যারা গরু ছাগল বাচাঁনোর জন্য পোষ্ট গুলা দিয়েছিলেন তাদের জানাবার জন্য বলি, কুরবানীর দিনে গরু, ছাগল ইত্যাদি যত কুরবানী হয়, তার থেকে অনেক গুনে শুকর, টার্কি ইত্যাদি বড় দিন উপলক্ষে হত্যা করা হয়।
এবং আমি উৎসবে পশু হত্যার পক্ষে।
তো পশু প্রেমী ভাইয়েরা এইগুলার জন্য কি একটাও পোষ্ট দিবেন না? নাকি আপনাদের সব সমস্যা শুধু ইসলামের বিষয়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।