আমাদের কথা খুঁজে নিন

   

গাছের ডালে থাকার ঘর !!! তাও আবার রান্নাঘর ও স্নানঘর সহ এমনকি টেলিভিশনও আছে !



ঘরটি তাঁর মাটি থেকে ৫০ ফুট ওপরে, গাছের মগডালে। তাই বলে কোনো সুবিধার কমতি নেই সেখানে। শোবার ঘর ছাড়াও আছে সুসজ্জিত রান্নাঘর ও স্নানঘর। বসার ঘরে টেলিভিশনও আছে। সেখানে বসে গল্প-গুজব করতে পারবে কমপক্ষে ১৮ জন পূর্ণবয়স্ক মানুষ।

এমন ঘর তৈরি করেছেন চীনের হুনান প্রদেশের ইয়োজিয়াং কাউন্টির জিংপিং গ্রামের কৃষক জিয়ং ইউহু। এতে খরচ পড়েছে তিন লাখ টাকারও বেশি। গত অলিম্পিকের সময় বেইজিংয়ে পাখির বাসার মতো যে স্টেডিয়াম তৈরি করা হয়েছিল, তা দেখে নাকি এমন ঘর বানাতে উদ্বুদ্ধ হয়েছেন জিয়ং। তিনি বলেন, ‘ওই স্টেডিয়ামটি দেখতে মাটির ওপর একটি পাখির বাসার মতো। তা দেখে ভাবলাম, গাছের মাথায় একটি ঘর বানালে কেমন হয়।

’ একটি জুজুবিগাছের ওপর ঘরটি বানিয়েছেন জিয়ং। ঘরের ছাদের আছে পানির ট্যাংক। মাটি থেকে গাছের মগডালে ওই ঘরে ওঠার জন্য দেওয়া হয়েছে কাঠের সিঁড়ি। জিয়ং জানান, ঘরটি খুবই নিরাপদ। যদিও তাঁর স্ত্রী ওয়াং সুয়ান সেখানে যাননি, কেননা, তিনি ওপরে উঠতে ভয় পান।

সুয়ান বলেন, ‘তিনি (জিয়ং) সাধারণত সকালের নাশতার পর গাছের মাথায় ওই ঘরে যান। নিচে নামেন কেবল দুপুর ও রাতের খাওয়ার সময়। এ ছাড়া সারাক্ষণ সেখানেই থাকেন। ’ অরেঞ্জ অনলাইন। [কৃতজ্ঞতা: প্রথম আলো।

]


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।