আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার জরিপ-২। আজকের প্রশ্ন, সোমালি জলদস্যুদের কবল থেকে নাবিকদের উদ্ধারে সরকারের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কী ?

আশ্বাস দেওয়া রাজনীতিবিদ কিংবা রাষ্ট্রপ্রধানদের রাজনীতিক মিথ্যাচারের আরেক নাম।

বাংলাদেশী সমুদ্রগামী জাহাজ ‘জাহান মণির’ ২৫ জন নাবিক ও এক কর্মকর্তার স্ত্রীকে গত ৫ ডিসেম্বর জিম্মি করেছে সোমালিয়ার জলদস্যুরা। প্রায় ১৯ দিনের মত অতিবাহিত হলেও জিম্মি নাবিকদের মুক্ত করার ব্যাপারে সরকার কার্যত কোনো অগ্রগতি আনতে পারেনি। বিশিষ্টজনেরা বলছেন, সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারনে নাবিকদের উদ্ধারে বিলম্ব হচ্ছে। আপনি কী মনে করেন, নাবিকদের উদ্ধারে সরকারের উদ্যোগ যথেষ্ট ? হ্যাঁ না মন্তব্য নেই -------------------------------- গত পর্বের ফলাফল ব্লগার জরিপের গত পর্বের প্রশ্ন ছিল, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ আহূত ২৬ ডিসেম্বরের হরতালকে আপনি সমর্থন করেন কী ? (১) বাহারুল ইসলাম বাহার বলেছেন: হ্যাঁ (২) জানপরী বলেছেন: হ্যাঁ (৩) ভাবসাধক বলেছেন: হ্যাঁ (৪) মোঃ শরিফুল আলম বলেছেন: হ্যাঁ (৫) আমিনুল০১ বলেছেন: হ্যাঁ (৬) মুখ ও মুখোশ বলেছেন: হ্যাঁ ---------------------------------------------- (৭) দাদুভাই বলেছেন: না (৮) শাহরিয়ার হোসেন বলেছেন: না (৯) গ্রাম্যমানুষ বলেছেন: না (১০) হাসানুর বলেছেন: না (১১) জিসান শা ইকরাম বলেছেন: না (১২) কাব্য কথা বলেছেন: না (১৩) হিম১২৩ বলেছেন: না --------------------------------------------- এছাড়া জরিপে অংশ নিয়ে কয়েকজন ব্লগার ২৬ ডিসেম্বরের হরতাল সম্পর্কে তাদের ব্যক্তিগত মতামত জানিয়েছেন।

যা এখানে উল্লেখ্য করা হলো। গ্রাম্যমানুষ বলেছেন: ধর্মীয় শিক্ষা দিয়ে কিভাবে ২১ শতকের মোকাবেল করবেন? পাশ্চত দেশ গুলো তো ধর্মশিক্ষা-কে এড়িয়ে এত উপড়ে উঠল । সেখেত্রে আমাদের কি পিছনে হাঁটা উচিত? নিউট্রন বলেছেন: তাদের দাবি সমর্থন করি। হরতাল না মুজিব রহমান বলেছেন: হরতাল একটি গণতান্ত্রিক অধিকার। আমি পালন করবো কিনা সেটা আমার অধিকার।

সরকারের লক্ষ রাখা উচিত যাতে দেশের সম্পদ নষ্ট না হয়। দলীয় কর্মী এবং পুলিশ যাতে হরতালকারীদের বাধা না দেয়; সেটাই গণতন্ত্র। মানুষ না চাইলে হরতাল হবে না। আমি ডাকলে তো আর হরতাল হচ্ছে না। এস এইচ খান বলেছেন: হরতাল অবশ্যই সাথে কাস্তে, লগী আর বৈঠা।

আউয়ামী নৌকা ঢাকার রাজপথে আটকে গেছেরে ভাই, তাই লগি বৈঠা চাই। । মোঃমিজানুর রহমান বলেছেন: ইফার পরিচালককে অপসারণ করতে সরকারের সমস্যা কোথায়?উনি যে কাজটা করছে,তাতে,হরতালটা ঠিকনা ,কিন্তু ওনার ফাসি দাবি করি ,এবং বিচার না, হওয়া পর্যন্ত, ওলামাদের সকল কর্ম সুচী সমর্থন করি। হরতালটা কি জন্য ডাকা হল, তা কিন্তু লেখেননি যেট মনে হয় ঠিক হয়নি। গত পর্ব দেখুন।

Click This Link জরিপে অংশ নিয়ে আপনাদের মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সবাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.