ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
২০১০ শেষ (প্রায়!)...এই মাসেই কয়েকটি ভালো মুভি রিলিজ পেয়েছে। কয়েকটি দেখা হয়নি (ট্রন-৩ ডি অন্যতম)। এইগুলো বাদ দিয়ে সারা বছরে মুক্তি পাওয়া মুভি গুলো থেকে বাছাই করা আমার সেরা ১০।
যেকোন বিচারেই সেরা ১০ বাছাই করা কঠিন কাজ। আমার বিচারের মাপকাঠি ছিল: দেখে ভালো লেগেছে, মনে ছাপ তৈরি করেছে অথবা নিছকই মজা পেয়েছি এই রকম ক্যাটাগরীতে সেরা কোনগুলো।
রেটিং এবং অনান্য সিনেবোদ্ধাদের রিভিউও কিছুটা সহায়তা করেছে।
তালিকাটি কোন ক্রম ধরে করিনি। সেটা আরো কঠিন কাজ মনে হয়েছে।
Inception লিওনার্ডোর এই মুভি নিয়ে তেমন কিছু বলার নেই। সবারই দেখা হয়ে গেছে বোধ করি।
সিনেম্যাটিক মাস্টারপিস, কাহিনী এবং অভিনয় নিয়ে যেকোন বিচারেই এটাকে বছরের সেরা মুভির তালিকায় রাখা যায়।
ডাউনলোড লিংক
Scott Pilgrim vs. The World মুভিটি আমার কাছে বছরের সেরা ফান মুভি মনে হয়েছে। মুভিটির মেকিং, প্লট সবই কিছুতেই ছিল চরম ফান!
ডাউনলোড লিংক
Black Swan সদ্য মুক্তি পাওয়া ড্রামা এই মুভিটি সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। ব্যালে নর্তকীর কাহিনী নিয়ে এই মুভি।
লিংক (স্ক্রিণার)
Shutter Island লিওনার্ডোর এই মুভিটি নিয়েও কিছু বলার নেই।
আমি এখনও ফেসবুকে-মেইলে মেসেজ পাই এই মুভির কাহিনী ইন্ট্রারপ্রেট করার জন্য। ইনসেপশনের মত এই মুভিটির এন্ডিংও ওপেন এন্ডেড। যে যেমন ইন্ট্রারপ্রেট করে।
লিংক
The Social Network খোমাখাতার জনক মার্কের জীবনি নিয়ে এই মুভিটি খোমাখাতা প্রেমীদের বাইরের দর্শকের কাছে জনপ্রিয় হয়েছে।
লিংক (স্ক্রিণার)
Kick-Ass স্কট পিলগ্রিমের মত আরেকটি মজার মুভি।
আ্যকশনও আছে সাথে। বছরের অন্যতম সেরা হিট মুভির একটি এটি।
লিংক
The Ghost Writer রোমান পোলনস্কির এই মুভিটি বছরের অন্যতম ড্রামা-থ্রিলার মুভি।
লিংক
Machete বি-গ্রেড টাইপের এই মুভিটি সবার জন্য না হলেও চমৎকার ফান মুভি। টারান্টিনোর মুভির ফ্লেভার আছে সাথে।
লিংক
The Town বেন এফ্লেকের পরিচালনায় চমৎকার ক্রাইম-ড্রামা মুভি।
লিংক
The Fighter মাত্রই মুক্তি পাওয়া চমৎকার স্পোটর্স-ড্রামা মুভি। ভালো প্রিন্টের লিংক এখনও অনলাইনে আসেনি।
.............
ফুটনোটঃ রিভিউ লেখার নামে আসলে ফাকিঁবাজি করলাম। আশা করা যায় কাউসার রুশো, স্নিগ, দারাশিকো, প্রলেতারিয়েত ইত্যাদি মুভি বোদ্ধারা সেই কাজটি করেছেন বা করবেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।