আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে পাঠানো এয়ারটেলের বিপুলসংখ্যক জনবল কামে যোগ দিয়েছেন। আচ্ছা ধাবী গ্রুপ যখন ওয়ারিদ শুরু করছিল তখন কি আরব থিকা লোক আনছিল?

এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়

এর পরের কথা হৈল ট্যাক্স ফাঁকি মারার জন্য হারামিরা বলতেছে ওয়ারিদ যখন তারা কিনছে তখন এর দাম আচিল মাত্র ১ কোটি টাকা । যেই গাড়ীতে ওয়ারিদের এক্সিকিউটীভরা চড়ে হের দামই ই তো কোটির কাছাকাছি। নাকি ভূলে ১ এর পর তিনটা শূন্য মিস হয়া গেসে? আরো জানা গেলু (আমার দেশ বলতাছে) "টেলিবাজারে ভারতের আধিপত্য প্রতিষ্ঠার বিপক্ষে রয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু। তবে বিটিআরসি, ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনিল কান্তি বোসসহ কয়েকজন কর্মকর্তা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা সরকারের বাইরের কিছু প্রভাবশালী ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে এয়ারটেলের পক্ষে কাজ করছেন বলে জানা গেছে।" তো প্রশ্ন হৈতাছে অধীনস্ত কর্মকর্তা কিভাবে মন্ত্রীর উপ্রে খবরদারী মারায়? মন্ত্রী কি পাকা গুপ্ত কেশে তা দিচ্ছেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.