আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই! যখন আমার যৌবন ছিলো তখন এখানে একটা নদী ছিলো চারিদিকের সবুজের চুম্বনে নীল আকাশ ভালোবাসা ঝরাতো। বাবা গোলা ভরা ধান দিয়ে আমাদের ৭ ভাই বোনকে আগলে রাখতো প্রতিঈদে পায়েষের হাড়িতে প্রথম চুমুক কানে ধরে ঝুঠা করবো না বলে সেই শাসন হাসি মুখ বছর ঘুরে বছর যায় নদী হারিয়ে মরুভূমি চারিদিক নীল আকাশে বৃষ্টি হয় না প্রকৃতির আচলে সবুজ উঠে না ক্ষুধায় অনাহারে একে একে আমার ভাই বোন মা হারিয়ে যায় বাবা এখনো বেচে আছে বুকের পাজড়ে গোনা যায় খোদার কাছে অভিযোগের সংখ্যা পায়েষের পাতিল ১০ টাকা দিয়ে কামার গলিয়েছে লাল আগুনে সেই লাল আগুন আজ আর বুকে জ্বলে না, জ্বলে পেটে চোখে মাথায় এভাবেই চলছে এক নীরব আগ্নেয়গীরি লাভা বেরুবে ধ্বংসলীলা চারিদিক তবু ফিরে আসবে না সেদিন হাসবে না মাঠ ভরা ধানেরা........... ২৬-০২-২০১৩ উদাসী স্বপ্ন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।