আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল
যখন আজ পেলাম তোমার শেষ চিঠি
এবং তোমার শেষ কথা~
তোমাকে আমার ভুলে যেতে হবে।
কেউ হয়তো হৃদয় থেকে
আমার নাম মুছে দিয়েছে
যা সত্যই আমি বুঝেছি
তোমার নির্বাক দৃষ্টিতে......
যাবার আগে বলে যাও
আমাকে দুঃখ দিয়ে
কি সুখ পেলে?
প্রিয়াতা, তুমিহীনা কিভাবে বাঁচবো?
কিভাবে সইবো এই বিরহ বেদনা?
আমি তোমার কাছে কাঁদতে আসিনি
আসিনি ভেঙ্গে পড়তে;
এসেছি শুধু
আমার মনের স্বপ্নকে খুন করতে!
তোমার নিষ্ঠুরতা আমায় একটু ধার দিবে?
কিভাবে আমায় দোষী করবে?
যখন আমার চারপাশে আমি
স্বপ্নের পৃথিবী গড়েছিলাম এবং
আশাও ছিলো
হয়তো কোন একদিন আমরা
চলে যাব বন্ধুত্বের উর্ধে।
ভাবিনি এ স্বপ্নের জন্য আমাকে এতটা মুল্য দিতে হবে
যা হয়তো আজ নিজে খুনী হয়ে বুঝছি......
জ়ুন ১১, ১৯৯৬
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।