আমাদের কথা খুঁজে নিন

   

তুমিহীনা জীবনটা... হিক! হিক!!

একদিন তোর কথা শুনবে নদি...

গুলিটা নাকের কাছ দিয়েই গেছে। যদিও দিনটা তেমন অভিশপ্ত ছিল না। কখনোই পছন্দ করিনা এই গুমুট কুয়াশাময় দিনটাকে। 'দিন' রোদেলা না হলে সেটার দাম আছে নাকি? হুম... 'দিন' হবে রোদেলা। কড়কড়ে, ঝনঝন করে বাজবে হৃদয়ে... এমন।

মাঝে মাঝে চোখ পিটপিট করবে, উষ্ণ আবেগের আবেশ ছড়াবে শরীরে। ভোরে ঘাসের উপর কুয়াশারা মুক্তোর মত জ্বলবে, কবিতারা জানলা খুলে দেবে মনের ঘরের... এ-ম-ন দিনই আমার চাই। অথচ 'দিন' বোঝে না...অনেক কিছুই হৃদয় প্রতিবন্ধি সে। ধানের উপর শিশির বিন্দু না দেখলে রবি ঠাকুর নাগ করবেন, সেজন্য অপেক্ষায় থাকি... অথচ দিনকে দিনের মত কতদিন দেখা হয়না। কতদিন...! দিন বুঝেনা, হিসেবি রোদেলা আবেশ দিয়ে মানুষকে সুনামির মত নাড়িয়ে মুক হয়ে বসে থাকে শুধু।

গান = মানুষ, বলা যায়... বলতে দোষ নেই। তক্ক করলে মামলা ঠুকে দেব, বলবো আমি মহাজ্ঞানী নিউটনের লেটেষ্ট ভার্সন। আমার সাথে নাগতে আসলে ঘুসি মেরে শিং বের করে দেব। নাম দেব নতুন করে, নতুন ভাষায়...। যত গান 'দিন' শুনবে, বুঝবে পৃথিবীটা সত্যিই তুখোড় বৈচিত্রময়! গানের মতই জীবগুলো।

তিক্ত, ঝাল, মিষ্টি, ব্যাঙ্গি...। গান শুনলে বুঝবে কোনটার ভেতর কতটা রক্তরন জমাট বেঁধে আছে... আছে কোনটায় মিষ্টি আবেশ... বৈচিত্রময় আদরের ছোঁয়া... আছে কতটা জমাট বাঁধা স্বপ্নলতা...। 'দিনে'র উচিৎ রোদকে নির্বাসন থেকে ফিরিয়ে আনা। অগণিত কুয়াশা ঘেরা জীবনে শুধু এক টুকরো রোদ্রময় একটা সুরেলা দিন... হুম... ঝিলিমিলি রোদেলা দিন... আর কি চাই? উৎসর্গ ঃ নাঁকি সুরে কাঁদে যারা। শাওনদের জন্য।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।