যা ইচ্ছে তাই ..যাই লিখে যাই.. ইচ্ছে মতো ভাবনা ছড়াই... ভাবনা গুলোও এলো মেলো...পদ্য নাকি গদ্য হলো...কে জানে তা.... সে জানা নাই..
এমন হাজার শত গোলাপ কাঁটা
মনের ভেতর আছে আঁটা,
কেউ দেখেনি; যায়না দেখা,
সযতনে আড়াল রাখা,
বিরাজ করে সংঙ্গোপনে।
ফুলগুলো কার জন্যে ফোটে?
কেন দুখঃগুলোই কেবল জোটে?
যে ফুলের ছোয়া অনেক চাওয়া
সে কখনোই হয়না পাওয়া,
শুধু হাত বাড়াতেই ফুলের পানে;
আমি বিদ্ধ কাঁটার আলিঙ্গনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।