আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা
যখন এয়ালটেল আসার খবর প্রকাশ পেলো তখন অনেকেই দেশ এবার গেলো ভারত সব নিয়ে গেলো বলে রব উঠালেও কখনোই এইসবে মনযোগ দেইনি ভাবছি এরা আসবে ভালো কথা প্রতিযোগিতা বৃদ্ধি পাবে বিদেশী বিনিয়োগ বাড়বে এদেশে তারা আসলে এদেশের স্টাইলৈ ব্যবসা করবে কিন্তু আজকে সকালে এয়ারটেলের পত্তিকাতে বিজ্ঞাপন দেখে আমি পুরাই অবাক মনে হচ্ছে সবগুলো ভারতের বিজ্ঞাপন ভুলে বাংলাদেশের পেপারে এসে গেছে
প্রথম দিনই যেভাবে ভারত মাতা এইদেশে ছড়ানোর চেষ্টা করতেছে তাতে আমি শংকিত যে এরা এদেশে কেন ব্যবসা করতে আসছে
প্রথম দিনের হট অফার হলো এসএমএস জয়ীরা সাইফ কারিনার সাথে ডিনার করার সুযোগ পাবেন এবং পেপারে বড় বড় করে সাইফ কারিনার বিজ্ঞাপন এবং এগুলোই এয়ারটেলের স্পেশালিটি
আর টিভি আর পত্তিকার বিজ্ঞাপন দেখে মনে হচ্ছে সবগুলো বিজ্ঞাপন ভারত থেকে করে আনা হয়েছে ,সাধারণত বিজ্ঞাপনের এক কোণে এ্যাডফার্মের নাম লেখা থাকে কিন্তু এখানে কিছুই দেখলাম না
কোন দেশে ব্যবসা করতে গেলে সে দেশের নিয়ম রীতি নীতি মেনে চলতে হয় যেখানে এয়ালটেল ভারতের নায়ক নায়িকা দিয়ে আমাদের মন জয়ের চেষ্টা করছে
এয়ালটেলরে গদাম যতদ্রুত সম্ভব কানেকশন পরিবর্তন করার চেষ্টা করবো এয়ালটেল থেকে হারামির ফোন অনেক ভালো
সামনে আরও কি কি অফার আসতে পারে চিন্তা করতেছি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।