'জীবন' হলো এক কাপ গরম চা আর একটা জ্বলন্ত বেনসনের মতো। গরম চা একসময় জুড়িয়ে যাবে, বেনসনের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।
আমার পরিচিত যতজন ক্যান্সার রোগী এ পর্যন্ত মুম্বাই-এর টাটা মেমোরিয়াল হাসপাতালে ট্রিটমেন্ট নিয়েছেন, সবার মুখেই এক কথা, 'অসাধারণ সার্ভিস'। মূলত মুম্বাইতে বাংলাদেশ থেকে যাওয়া-আসা বাবদ খরচটাই বেশি পড়ে যায়, তা নাহলে টাটার ট্রিটমেন্ট খরচ মধ্যবিত্তদের নাগালের মধ্যেই। অবশ্য এখন জেট এয়ারওয়েজে সপ্তাহে প্রতিদিন মুম্বাই যাওয়া-আসা সম্ভব জনপ্রতি প্রায় ৪৮৫ ইউ.এস ডলারে (বাংলাদেশী টাকায় প্রায় ৩৪,০০০ টাকা রাউন্ড ট্রীপ)।
শুনেছি, কলকাতাতেও টাটার আরেকটি ক্যান্সার হাসপাতাল নির্মানাধীন।
তবে একথা অনস্বীকার্য যে, টাটা মেমোরিয়াল হাসপাতাল শুধু ভারতের নয় বরং এই উপমহাদেশের ক্যান্সার আক্রান্ত রোগীদের ট্রিটমেন্টেটর জন্য বিশাল এক আশীর্বাদ স্বরূপ। প্রসঙ্গত জানিয়ে রাখছি, বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য এখনও তেমন কোন আন্তর্জাতিক মানের ট্রিটমেন্ট ফ্যাসিলিটি নেই, যার জন্য মানুষ ব্যাংকক যেত প্রচুর টাকা খরচ করে। কিন্তু যাদের টাটাতে যাবার অভিজ্ঞতা আছে, তাদের মুখ থেকেই শুনেছি, এখানে খরচ ব্যাংকের তুলনায় অনেক অনেক কম এবং সেবার মানও আন্তর্জাতিক মানের।
ভবিষ্যতে যদি কারও কোন 'গাইড লাইন' প্রয়োজন হয়, তবে পরবর্তী লেখাতে আরও বিস্তারিত জানাবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।