সামহয়্যার ব্লগ এর নাম শুনেছি অনেক দিন আগে, প্রায় ১ বছর বছর তো হবেই। তখন থেকেই আমি এর নিয়মিত পাঠক। নানান ব্যাস্ততার কারনে তখন রেজিস্ট্রেসন করা হইনি, শুধু পড়েই গেছি। ইদানিং হাতে কিছুটা সময় মিলেছে, তাই রেজিস্ট্রেসন টাও করে ফেল্লাম। যদিও এখন সেফ হইনি, সেফ হলে টুকটাক কিছু লেখার চেষ্টা করব।
এই ১ বছরে অনেক ভালো ভালো লেখা যেমন দেখেছি(ভিত্তিহীন লেখাগুলো আ্যভয়েড করি), তেমন দেখেছি অনেক গঠন মুলক সমালোচনা। কারো কারো লেখার হাত এতটা পরিপক্ক আর শক্তিশালি, মনে হ্য় যেন কোন নামি দামি লেখকের লেখা পড়ছি। কবিতা গুলোও কম যায় না। এখন আমি প্রতিদিনের গুরুত্বপুর্ণ নিউজ গুলো এখানেই পেয়ে যাই,খবরের কাগজের জন্যে ওয়েট করতে হয় না।
আমার আর ১ টা পছন্দের জিনিস হল এই ব্লগের ইমো গুলো, যথাযথ ভাবে মনের ভাব তুলে ধরতে এর জুড়ি নাই।
সব কিছু মিলিয়ে সামহয়্যার ব্লগকে আমার কাছে অনেক বেশি সমৃদ্ধশালী মনে হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।